পশ্চিমবঙ্গ

west bengal

", "articleSection": "briefs", "articleBody": "77 রানে আউট হন বিরাট কোহলি । পরে টিভিতে রিভিউ দেখে ড্রেসিংরুমে ক্ষোভ উগড়ে দেন কোহলি ।ম্যানচেস্টার, 16 জুন : ব্যাটে লাগেনি । তা সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজেই ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান বিরাট কোহলি । পরে রিপ্লেতে দেখা যায়, ব্যাটে বল লাগেনি বিরাটের । তা দেখে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি বিরাট । ড্রেসিংরুমের মাটিতে ব্যাট দিয়ে মারেন । আজ শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট । প্রথমে ধরে খেলতে থাকেন । তাঁর ও মহম্মদ আমিরের ডুয়েল নিয়েও বেশ চর্চা ছিল । সেসব সামলে নিজের ছন্দে খেলতে থাকেন বিরাট । 51 বলে নিজের হাফ সেঞ্চুরি করেন । 44.1 ওভারে হাসান আলির বলে চার মেরে 11 হাজার রানের মাইলস্টোন পার করেন বিরাট । দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়েন কোহলি । এরপর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন তিনি । ইতিমধ্যে 44.3 ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় । তখন বিরাট 71 রানে অপরাজিত থাকেন । সেজন্য বিরাটের খেলায় কোনও প্রভাব পড়েনি । বৃষ্টির পর খেলা শুরু হলে ওয়াহাব রিয়াজ়কে বাউন্ডারির বাইরে ফেলেন বিরাট । 47.4 ওভারে বিরাটকে শর্ট বল করেন আমির । তা বিরাটের উপর দিয়ে চলে যায় । ব্যাটে বল লেগেছে ভেবে আমির উচ্ছ্বাস প্রকাশ করেন । বিরাট আম্পায়ারের সিদ্ধান্তে জন্য অপেক্ষা না নিজেই প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি ।পরে প্যাভিলিয়নে গিয়ে রিপ্লেতে কোহলি দেখেন, ব্যাটের ধারকাছ দিয়েও বল যায়নি । তা দেখে নিজের উপরই ক্ষোভ উগড়ে দেন । ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, শেষপর্যন্ত বিরাট ক্রিজ়ে থাকলে ভারত 350 রানের গন্ডি টপকে যেতে পারত ।", "url": "https://www.etvbharat.com/bengali/west-bengal/briefs/brief-news/virat-kohli-even-after-umpire-did-not-give-out-1-1/wb20190616193527363", "inLanguage": "bn", "datePublished": "2019-06-16T19:35:31+05:30", "dateModified": "2019-06-16T21:36:04+05:30", "dateCreated": "2019-06-16T19:35:31+05:30", "thumbnailUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3577621-thumbnail-3x2-vi.jpg", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.etvbharat.com/bengali/west-bengal/briefs/brief-news/virat-kohli-even-after-umpire-did-not-give-out-1-1/wb20190616193527363", "name": "আউট না হয়েও মাঠ ছাড়লেন বিরাট !", "image": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3577621-thumbnail-3x2-vi.jpg" }, "image": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3577621-thumbnail-3x2-vi.jpg", "width": 1200, "height": 675 }, "author": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com/author/undefined" }, "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat West Bengal", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/static/assets/images/etvlogo/bengali.png", "width": 82, "height": 60 } } }

ETV Bharat / briefs

আউট না হয়েও মাঠ ছাড়লেন বিরাট ! - Mohammad Amir

77 রানে আউট হন বিরাট কোহলি । পরে টিভিতে রিভিউ দেখে ড্রেসিংরুমে ক্ষোভ উগড়ে দেন কোহলি ।

বিরাট

By

Published : Jun 16, 2019, 7:35 PM IST

Updated : Jun 16, 2019, 9:36 PM IST

ম্যানচেস্টার, 16 জুন : ব্যাটে লাগেনি । তা সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজেই ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান বিরাট কোহলি । পরে রিপ্লেতে দেখা যায়, ব্যাটে বল লাগেনি বিরাটের । তা দেখে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি বিরাট । ড্রেসিংরুমের মাটিতে ব্যাট দিয়ে মারেন ।

আজ শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট । প্রথমে ধরে খেলতে থাকেন । তাঁর ও মহম্মদ আমিরের ডুয়েল নিয়েও বেশ চর্চা ছিল । সেসব সামলে নিজের ছন্দে খেলতে থাকেন বিরাট । 51 বলে নিজের হাফ সেঞ্চুরি করেন । 44.1 ওভারে হাসান আলির বলে চার মেরে 11 হাজার রানের মাইলস্টোন পার করেন বিরাট । দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়েন কোহলি । এরপর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন তিনি ।

ইতিমধ্যে 44.3 ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় । তখন বিরাট 71 রানে অপরাজিত থাকেন । সেজন্য বিরাটের খেলায় কোনও প্রভাব পড়েনি । বৃষ্টির পর খেলা শুরু হলে ওয়াহাব রিয়াজ়কে বাউন্ডারির বাইরে ফেলেন বিরাট । 47.4 ওভারে বিরাটকে শর্ট বল করেন আমির । তা বিরাটের উপর দিয়ে চলে যায় । ব্যাটে বল লেগেছে ভেবে আমির উচ্ছ্বাস প্রকাশ করেন । বিরাট আম্পায়ারের সিদ্ধান্তে জন্য অপেক্ষা না নিজেই প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি ।

পরে প্যাভিলিয়নে গিয়ে রিপ্লেতে কোহলি দেখেন, ব্যাটের ধারকাছ দিয়েও বল যায়নি । তা দেখে নিজের উপরই ক্ষোভ উগড়ে দেন । ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, শেষপর্যন্ত বিরাট ক্রিজ়ে থাকলে ভারত 350 রানের গন্ডি টপকে যেতে পারত ।

Last Updated : Jun 16, 2019, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details