নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি :নিট-পিজি পরীক্ষার দিন পিছিয়ে দিল কেন্দ্র সরকার । এই পরীক্ষা হওয়ার কথা ছিল 12 মার্চ । শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক এই পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করে (Union Health Ministry postpones NEET PG Exam 2022) । নির্ধারিত দিন থেকে কমপক্ষে ছয়-আট সপ্তাহ পরে নিট পিজি পরীক্ষা (NEET-PG, National Eligibility Cum Entrance Test Post Graduation 2022) হতে পারে ।
3 ফেব্রুয়ারি প্রকাশিত সরকারের নোটিশে ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন-এ এই নিট পিজি 2022 পরীক্ষার তারিখ জানানো হয় । এরপর থেকে চিকিৎসক মহলের পক্ষে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য বারেবারে অনুরোধ করা হয় সরকারের কাছে । কারণ এই সময়ে নিট পিজি 2021-এর কাউন্সেলিং হওয়ার কথা ।