কলকাতা, 26 এপ্রিল : আরামবাগ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী তপন রায়ের মিছিলে হামলার ঘটনা নিয়ে রিপোর্ট চাইল কমিশন । মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের কাছে জানতে চেয়েছে ওই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে ।
খানাকুলে BJP-র মিছিলে হামলার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের - মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর
মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলা নির্বাচন আধিকারিকের কাছে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে ।
বুধবার খানাকুলে আরামবাগ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী তপন রায়ের সমর্থনে একটি মিছিল হয় । অভিযোগ, সেই মিছিলে তৃণমূল হামলা চালায় । কয়েকজন BJP কর্মীকে মারধর করা হয় । এমন কী তপন রায়ের গাড়িসহ আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় । এই ঘটনার প্রতিবাদে তপনবাবুর নেতৃত্বে BJP কর্মী-সমর্থকরা আরামবাগের গড়ের ঘাট রোডের কামারশাল মোড়ে পথ অবরোধ করে । পরে খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
অপরদিকে তৃণমূলের পালটা অভিযোগ, BJP কর্মীরাই তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা ও মারধর করে । কয়েকজনের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে । রাস্তা অবরোধের সময়ে পুলিশের সামনেই এক তৃণমূলকর্মীকে মারধর করে BJP কর্মীরা।