পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বাদল অধিবেশনের আগে কোরোনা পরীক্ষা করালেন ভেঙ্কাইয়া নাইডু - venkaiah naidu takes coronavirus test

কোরোনা পরীক্ষা করালেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু । বাদল অধিবেশনে অংশ নেওয়ার আগে এই পরীক্ষা বাধ্যতামূলক ।

venkaiah naidu
ফাইল ছবি

By

Published : Sep 13, 2020, 1:24 PM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : বাদল অধিবেশনের আগে কোরোনা পরীক্ষা করালেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু । আগামীকাল শুরু হবে লোকসভার বাদল অধিবেশন । উপ রাষ্ট্রপতির সেক্রেটারিয়েট আজ এই বিষয়ে জানান ।

অধিবেশন শুরুর আগে রাজ্যসভার সদস্যদের উদ্দেশে নির্দেশিকা জারি করে । সেখানে উল্লেখ করা হয়, অধিবেশনের আগে প্রত্যেক সদস্যকে কোরোনা পরীক্ষা(RT-PCR) করতে হবে ।

বাদল অধিবেশনের অন্তত 72 ঘণ্টা আগে প্রত্যেক সদস্যকে কোরোনা পরীক্ষা করা হবে । তাঁরা সংসদ ভবনের চত্বরেও পরীক্ষা করাতে পারবেন । সরকারি যেকোনও হাসপাতালে বা ল্যাবেও সোয়াব নমুনা পরীক্ষা করাতে পারবেন তাঁরা ।

এই বাদল অধিবেশনে অংশ নেওয়ার জন্য সংসদের প্রতি সদস্যকে কোরোনা নেগেটিভ হতেই হবে । সংসদ ভবনের চত্বরে তিনটি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে । নির্দিষ্ট ই-মেল ID-তে রাজ্যসভার সেক্রেটারিয়েটকে সেই রিপোর্টগুলি পাঠানোর অনুরোধ করা হয়েছে ।

রাজ্যসভার চেয়ারম্যান নাইডু কোরোনা সংক্রান্ত বিশেষ নিয়মবিধির উপর নিয়মিত নজর রাখছেন । এবং সংক্রমণের মোকাবিলায় যাবতীয় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংসদের প্রতি সদস্যকে অনুরোধ করেছেন তিনি ।

আধিকারিক এবং সেক্রেটারিয়েটকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান । কঠোরভাবে সবরকম বিধি নিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন । কারণ রাজ্যসভার সদস্যদের স্বাস্থ্যের দিকেই প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে ।

আধিকারিকদের নিরাপত্তা বদজায়র রাখার জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক, ICMR-র ডিরেক্টার জেনেরাল, ডিফেন্স রিসার্চের চেয়ারম্যানে সঙ্গে বৈঠক করেছেন ভেঙ্কাইয়া নাইডু ।

ABOUT THE AUTHOR

...view details