নুঙ্গি, 10 জুন : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরীর । এই ঘটনার প্রতিবাদে নুঙ্গি স্টেশনে স্থানীয়রা রেল অবরোধ করেন । কিছুক্ষণ পরে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়েছে ।
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিষ্ট কিশোরী, দু'ঘণ্টা রেল অবরোধ নুঙ্গিতে - Accident
আজ দুপুর আড়াইটে নাগাদ বজবজ-নৈহাটি লোকালে বাবা-মা উঠতে পারলেও সে পারেনি । চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায় কিশোরী । চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় । এরপর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে 9টা পর্যন্ত রেল অবরোধ করেন স্থানীয়রা ।
মৃত কিশোরী বজবজ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । তাঁর বয়স 14 বছর । আজ দুপুর আড়াইটে নাগাদ বজবজ-নৈহাটি লোকালে তার বাবা-মা উঠতে পারলেও সে পারেনি । চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায় । চাকায় পিষ্ট হয় । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । তাকে বাঁচাতে গিয়ে এক মহিলা আহত হয়েছেন । তাঁর চিকিৎসা চলছে ।
এই ঘটনা প্রসঙ্গে বালিগঞ্জ রেল আধিকারিকরা কিছু বলতে চাননি । রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্থানীয়রা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নুঙ্গিতে রেল অবরোধ শুরু করে । সাড়ে 9টা নাগাদ অবরোধ ওঠে । ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ GRP ।