কলকাতা, 9 ফেব্রুয়ারি: এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। কারণ, এবার ‘কুইক রেসপন্স কোড’ বা QR কোড ব্যবহার করে যাত্রার 12 ঘণ্টা আগেই বুক করে নেওয়া যাবে টিকিট (Metro Ticket On QR Code Scan)। মঙ্গলবার এমনটাই নির্দেশিকা জারি করা হল কলকাতা মেট্রো রেলের তরফে। 'আজাদি কা অমৃত মহোৎসব' প্রকল্পের অন্তর্গত করা হয়েছে এই পরিষেবাটিকে।
গত বছর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে এই পরিষেবা চালু করা হয়। তবে সেক্ষেত্রে যাত্রার 45 মিনিট আগে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটা সম্ভব হত। তবে মঙ্গলবার থেকে যাত্রা শুরুর 12 ঘণ্টা আগেই এই পদ্ধতিতে টিকিট কেটে ফেলার ব্যবস্থা চালু করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । গত বছর ডিসেম্বর মাসে কিউআর কোড স্ক্যান পরিষেবা চালু করার পর যাত্রীদের থেকে কেমন প্রতিক্রিয়া আসে তার উপর নির্ভর করেই এই পরিষেবাটিকে আরেক ধাপ উন্নতির দিকে নিয়ে যাবে বলে জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই ব্যবস্থাটি বেশ জনপ্রিয় হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীদের মধ্যে। তাই, এবার নতুন এই পরিষেবা 12 ঘণ্টা আগেই যাত্রীদের জন্য চালু করা হল।