দিল্লি, ১৫ এপ্রিল : নির্বাচনী প্রচারে BJP-র বিরুদ্ধে রাফাল ইশুকে হাতিয়ার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। এবার সেই রাফাল ইশুতেই বিপাকে রাহুল। রাফাল নিয়ে সুপ্রিম কোর্টকে মিসকোট করেছে রাহুল। BJP-র এই অভিযোগের ভিত্তিতে রাহুলকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে রাহুলকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
রাফাল রায়ের ভুল ব্যাখ্যার অভিযোগ, রাহুলকে নোটিশ সুপ্রিম কোর্টের - rahul gandhi
রাফাল নিয়ে সুপ্রিম কোর্টকে মিসকোট করেছে রাহুল। BJP-র এই অভিযোগের ভিত্তিতে রাহুলকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।
মামলার শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চের সদস্যরা বলেন, "নোটিশ গ্রহণকারী (রাহুল গান্ধি) সংবাদমাধ্যম ও জনসমক্ষে যে মন্তব্য করেছেন সেখানে ভুলভাবে আদালতকে ব্যাখ্যা করা হয়েছে। আদালত কখনও এই ধরনের পর্যবেক্ষণ করেনি। আমরা শুধু নথি খতিয়ে দেখার অনুমতি দিয়েছিলাম।"
গত বছর ১৪ ডিসেম্বর রাফাল নিয়ে দেওয়া রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করে সুপ্রিম কোর্ট। তারই প্রেক্ষিতে রাহুল গত সপ্তাহে বলেন, "আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিতে চাই। গোটা দেশ বলছে চৌকিদার চোর হ্যায়। সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের কথা বলছে। আড উদযাপনের দিন।"
রাহুল গান্ধির এই মন্তব্য নিয়ে আজ সুপ্রিম কোর্ট বলে, "রাহুল গান্ধি যে সব কমেন্ট করেছেন সেই ধরনের কথা সুপ্রিম কোর্ট কোনওদিন বলেনি।"