পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

BJP কাউন্সিলরের বাড়িতে হামলা দুষ্কৃতীদের - attack

BJP কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতীদের হামলা । কাউন্সিলরের দাবি, এর পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য ।

বাড়িতে ভাঙচুর

By

Published : Jun 5, 2019, 3:18 PM IST

Updated : Jun 5, 2019, 3:26 PM IST

উলুবেড়িয়া, 5 জুন : উলুবেড়িয়ায় BJP কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা । পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করা হয় । কাউন্সিলরের দাবি, এই হামলার সঙ্গে রাজনৈতিক যোগ থাকতে পারে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে । অভিযোগ, কয়েকজন যুবক অস্ত্র নিয়ে চড়াও হয় উলুবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের BJP কাউন্সিলর নবকুমার মালের বাড়িতে । ভাঙচুর করে বাড়ির আসবাবপত্র । রড দিয়ে মারধর করা হয় কাউন্সিলরের ভাইকেও । পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে । তখন পালিয়ে যায় দুষ্কৃতীরা । এই হামলার পিছনে কারা তা এখনও স্পষ্ট নয় । তবে, কাউন্সিলরের দাবি, এলাকায় নির্বাচনে ভালো ফল করেছে BJP । তাই এটা রাজনৈতিক হামলা হতে পারে ।

নবকুমার মাল বলেন, "আমি কাজে অফিসে ছিলাম । আমাকে ফোন করে জানানো হয় যে বাড়িতে হামলা হয়েছে । তারপর বাড়িতে এসে দেখি সব ভাঙচুর করা হয়েছে । বাড়ির মহিলাদেরও মারধর করা হয়েছে ।"

Last Updated : Jun 5, 2019, 3:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details