ব্যারাকপুর, 21 এপ্রিল : "আমরা যদি মনে করি তাহলে ওদের ছারপোকার মতো টিপে মেরে দেব । সেই ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে ।" আজ কামারহাটি এলাকায় তৃণমূলের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখে একথা বলেন তৃণমূল নেতা মদন মিত্র ।
এক মিনিট লাগবে টিপে মেরে দিতে : মদন - barrackpur
"আমরা যদি মনে করি তাহলে ওদের ছারপোকার মতো টিপে মেরে দিতে পারি । কিন্তু আমরা হিংসায় বিশ্বাসী নই, আমরা মানুষের গণতন্ত্রে বিশ্বাস করি ।" আজ কামারহাটি এলাকায় তৃণমূলের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখে একথা বলেন তৃণমূল নেতা মদন মিত্র ।
আজ দমদম লোকসভা কেন্দ্রের কামারহাটি বিধানসভার অন্তর্গত গ্রাহাম রোডে বেশকিছু তৃণমূলের পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে । এই খবর পাওয়ামাত্র পরিস্থিতি দেখতে এসে মদন মিত্র বলেন, "আমাদের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে । আজকে সকালে কিছু দুষ্কৃতীরা এসে মন্দিরে হামলা করেছে । শবেবরাতে লোকজন যাবে বলে আমরা পৌরসভা থেকে আলো লাগিয়েছি । সেগুলো আগেরদিন এসে ভাঙচুর করেছে । ওরা কামারহাটিতে হিংসা লাগাবার চেষ্টা করছে ।"
তিনি বলেন, "আমরা যদি মনে করি তাহলে ওদের ছারপোকার মতো টিপে মেরে দিতে পারি । কিন্তু আমরা হিংসায় বিশ্বাসী নই, আমরা মানুষের গণতন্ত্রে বিশ্বাস করি । কিন্তু আমরা ঠিক থাকলেও মানুষ কতক্ষণ চুপ করে থাকবে । কারণ মানুষ চোখের সামনে সবকিছু দেখছে ।" তিনি বলেন, "বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানাব । কিন্তু নির্বাচন কমিশন কী করবে ।" এই ঘটনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে । মোতায়েন করা হয়েছে বেলঘরিয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।