পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মহিলার মৃত্যুতে কোরোনা আতঙ্ক আসানসোলে - মৃত্যু

আসানসোলের এক মহিলা মৃত্যু ঘিরে আতঙ্ক । স্থানীয়দের দাবি, কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ওই মহিলার । যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ।

COVID-19
COVID-19

By

Published : Jul 12, 2020, 8:39 PM IST

আসানসোল, 12 জুলাই : আসানসোলের এস বি গড়াই রোডে এক মহিলার মৃত্যুকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় । স্থানীয়দের দাবি, ওই মহিলা কোরোনা আক্রান্ত হয়েছিলেন । তাঁর পরিবারের অনেকেই নাকি অসুস্থ বলেও দাবি করেন এলাকার বাসিন্দারা । যদিও জেলা প্রশাসনের তরফে মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই মহিলার ।

আসানসোলের এস বি গড়াই রোডে বরফকল এলাকায় একটি আবাসনে পরিবারের সঙ্গেই থাকতেন ওই মহিলা । বেশ কয়েকদিন আগেই তাঁরা দিল্লি থেকে ফিরেছেন বলে খবর । এরপর বাড়ির সবাই COVID পরীক্ষা করালে প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ আসে । পরে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে কলকাতা এলে সেখানে ওই মহিলার নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে বলে জানিয়েছেন এলাকার মানুষ । কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছিল । গতরাতে তিনি মারা যান । অন্যদিকে, পরিবারের অন্যান্য সদস্যরা অসুস্থ বলে স্থানীয়দের দাবি । মহিলার মৃত্যুর খবর আসতেই ওই এলাকাকে স্যানিটাইজ় করা হয় ।

পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত কোরোনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি রিপোর্টে দেখা যাচ্ছে । যদিও এই মহিলার মৃত্যু করার কারণ সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি । জেলাশাসক সহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জানতে চাইলেও বিষয়টি নিয়ে কোনও সদুত্তর মেলেনি ।

ABOUT THE AUTHOR

...view details