কোহলি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উদাহরণ তৈরি করছেন : ডিভিলিয়ার্স - BCCI
19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত 13 তম IPL হওয়ার কথা । এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আসর বসতে চলেছে আরব আমিরশাহিতে । UAE র তিনটি স্থান দুবাই, আবুধাবি এবং শারজাতে IPL 2020 অনুষ্ঠিত হবে ।
দুবাই, 14 সেপ্টেম্বর : অধিনায়ক বিরাট কোহলির দরাজ প্রশংসা শোনা গেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এর গলায় । তাঁর কথায় প্রতিটা ক্ষেত্রে বিরাট সামনে থেকে দলকে নেতৃত্ব দেন । এইভাবে বিরাট নেতৃত্বেরএকটি সঠিক উদাহরণ ।
আগামী 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত 13 তম IPL হওয়ার কথা । এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আসর বসতে চলেছে আরব আমিরশাহিতে । UAE র তিনটি স্থান দুবাই, আবুধাবি এবং শারজাতে IPL 2020 অনুষ্ঠিত হবে । অন্যান্য বছরের মতো এ বছরও বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে থাকবেন।
RCB র টুইটার হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োয় ডিভিলিয়ার্স বলছেন, " আমি মনে করি আইপিএল হওয়ার নিশ্চয়তা এসেছে 1 মাস আগে । BCCI দুরন্ত কাজ করেছে । এবং তার ফলস্বরূপ IPL হতে চলেছে । আমরা এই টুর্নামেন্ট খেলার জন্য উজ্জীবিত হয়ে আছি । অন্যান্য বারের তুলনায় এবারের আমরা বেশি সজীব । আমি বাকিদের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে আছি ।"