শ্রীনগর, 14 মে : আরও একজন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে আজ গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল টিম । শ্রীনগর থেকে গ্রেপ্তার করে দিল্লিতে আনা হয়েছে তাকে । ধৃত জঙ্গির নাম আবদুল মজ়িদ বাবা । দিল্লি পুলিশের তরফে তার মাথার দাম 2 লাখ টাকা ঘোষণা করা হয়েছিল । গত 5 বছর ধরে সে ফেরার ছিল ।
শ্রীনগর থেকে গ্রেপ্তার হল জইশ জঙ্গি, মাথার দাম ছিল 2 লাখ - jaish
আবদুল মজ়িদ বাবা নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ । তাকে ধরতে পারলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল । তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনা হয়েছে ।
শ্রীনগর থেকে গ্রেপ্তার হল জইশ জঙ্গি
গতকাল, জম্মু ও কাশ্মীর পুলিশ একজন জইশ জঙ্গিকে অনন্তনাগের দোরু এলাকা থেকে গ্রেপ্তার করে । নাম হিলাল নাইকো । তার কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।