আসানসোল, ২৩ এপ্রিল : সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । গতকাল আসানসোলের একটি হোটেলে তিনি সাংবাদিক বৈঠক করেন । সেখানে তাঁকে পুলিশকে গালাগালি দেওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি মেজাজ হারান। বলেন, "পুলিশ কী করছে সেই বিষয়ে আপনারা কেন প্রশ্ন করছেন না? আমি গালাগালি দিয়েছি। এরকম পরিস্থিতি হলে আবার দেব ।"
পুলিশকে আবার গালি দেব, মেজাজ হারিয়ে বললেন বাবুল - police
পুলিশকে গালাগালি দেওয়া প্রসঙ্গে বাবুল সুপ্রিয়কে জিজ্ঞাসা করা হলে তিনি মেজাজ হারান। বলেন, "পুলিশ কী করছে সেই বিষয়ে আপনারা কেন প্রশ্ন করছেন না? আমি গালাগালি দিয়েছি। এরকম পরিস্থিতি হলে আবার দেব ।"
গতকালের সাংবাদিক বৈঠকে বাবুল একটি বই প্রকাশ করেন। সেই বইতে তাঁর গত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান রয়েছে । বইটি তিনি সাংবাদিকদের হাতে তুলে দেন । গতকালই বাবুলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি পুলিশকে ধমক ও গালাগালি দিচ্ছেন । জানা গেছে, পুলিশকে ধমক দেওয়ার জন্য নির্বাচন কমিশন তাঁকে নোটিশ পাঠিয়েছে । এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারান ।
দু'দিন আগে বরাকরে এক BJP নেতার বাড়িতে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ ওঠে । এমন কী মহিলাদের উদ্দেশে পুলিশ কটূক্তি করে বলেও অভিযোগ ছিল । এই ঘটনার প্রতিবাদে বাবুল কুলটি থানার বরাকর ফাঁড়ি ঘেরাও করেন। অভিযোগ, তিনি থানার IC রবীন্দ্রনাথ দলুইকে ধমক দেন । পাশাপাশি তাঁকে গালাগালি দেন । এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বাবুলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "পুলিশ সেদিন মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে । সেই সব ভিডিয়ো ফুটেজ রেকর্ড করা আছে । ওই IC এবার ICU-তে চলে যাবেন । পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। রাজ্যে কোনও গণতন্ত্র নেই। তা নিয়ে আপনাদের (পড়ুন সাংবাদিকদের) কোনও প্রশ্ন নেই কেন?"