বারাসত, 22 এপ্রিল : "গাজ়ি নুরকে আমি চিনি না । আমি কী বলব?" আজ বারাসত জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর একথা বলেন দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। অথচ কয়েকদিন আগে মদন মিত্রের সঙ্গে দমদম কেন্দ্রে সৌগত রায়ের হয়ে প্রচার করেন গাজ়ি নুর। তারপরই গাজ়ির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় BJP। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দমদমে রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচারে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে গাজ়িকে দেশ ছাড়তেও বলা হয়।
আজ দুপুরে বারাসাতের জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন সৌগত। সেখান থেকে বেরিয়ে বিরোধী প্রার্থী শমীক ভট্টাচার্যের তোলা যাবতীয় প্রশ্নকে শিশুসুলভ বলেন তিনি। বলেন, "এই সব বালখিল্যর বক্তব্য নিয়ে মন্তব্য করে আমি নিজের মর্যাদা হারাতে চাই না । সদ্য শমীকবাবু 24,000 ভোটে বসিরহাট থেকে হেরে এসেছেন । আগে তিনি একটি বিধানসভায় জিতুন তারপর আমি তাঁর বক্তব্য নিয়ে কথা বলব । এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী CPI(M)। BJP কোনও ফ্যাক্টর নয় ।"