পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বক্সিং এর জন্য ভগবান আমাকে পছন্দ করেছিলেন: মেরি - মনিপুর

মেরি কম একমাত্র মহিলা বক্সার যিনি প্রথম সাতটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক জিতেছিলেন। এবং উল্লেখযোগ্যভাবে তার মধ্যে 6 টি ছিল স্বর্ণপদক ।

Image
মেরি কম

By

Published : Jun 10, 2020, 9:22 PM IST

বক্সিং এর জন্য ভগবান আমাকে পছন্দ করেছিলেন:মেরি

দিল্লি, 10জুন: ভারতীয় বক্সিংয়ের মুখ বলা হয় তাঁকে। এক দশকের বেশি সময় ধরেমেরি কমকে দেশের সর্বকালের সেরা বক্সারের তকমা দেওয়া হয়েছে। সেই মেরি কমও অবাক হয়েযান,কীভাবে তিনি তাঁর জীবনকে খেলার প্রতি উৎসর্গ করেছেন । তাও আবারবক্সিং,যেটা প্রথম থেকেই পুরুষদের খেলা বলে বিবেচিত হত।

একটি ভিডিও সাক্ষাৎকারে মেরি কম বলেন,খেলার প্রতি আমার খেলার প্রতি আমারবরাবরই আকর্ষণ ছিল। কিন্তু খেলার উপকারিতা নিয়ে আমার কোনও ধারণা ছিল না। আমি আমারগ্রামের ছেলেদের সঙ্গে খেলতে ভালোবাসতাম। কারন আমার সঙ্গে খেলার জন্য গ্রামে কোনওমেয়ে ছিল না । আমার শৈশব থেকে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা । তখন শুধু মাত্রছেলেরাই বাইরে খেলতে যেতে পারতো।"

তিনি আরও বলেন,“ভগবান আমাকে খেলার জন্য বেছে নিয়েছিলেন। এছাড়া আমার কাছে কোনওকারণে ছিল না যে আমি খেলব,এবং আমার সমস্ত জীবনটা খেলায় উৎসর্গ করব । আমি কখনও চিন্তায় করিনিযে,খেলা নিয়ে আমি আমার কেরিয়ার গড়ব।

মেরি কম বলে,তিনি যখন শুরু করেছিলে,তখন মহিলা বক্সার খুঁজে পাওয়া যেত না। মেরি কম একমাত্র মহিলা বক্সার যিনি প্রথম সাত বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজিতেছিলেন । তারমধ্যে6টি ছিল স্বর্ণ পদক।

ABOUT THE AUTHOR

...view details