পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

BJP সরকার আসার পর গঙ্গার দূষণ কমেছে : জয় - narendra modi

জয় বন্দ্যোপাধ্যায় জনসংযোগ বাড়াতে গতকাল সন্ধ্যায় উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাটে আরতি করেন। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল।

জয় বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 21, 2019, 1:47 AM IST

Updated : Apr 21, 2019, 2:05 AM IST

উলুবেড়িয়া, ২০ এপ্রিল : গঙ্গা আরতি করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ বাড়াতে আজ সন্ধ্যায় উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাটে আরতি করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জয় বলেন, "নির্মলা গঙ্গা চেতনা মঞ্চের তরফে প্রত্যেক শনিবার গঙ্গা আরতির আয়োজন করা হয়। আমাকেও এই সংস্থার তরফে গঙ্গা আরতিতে অংশ নিতে বলা হয়েছিল। এটি একটি কেন্দ্রীয় পরিকল্পনা।"

তিনি আরও বলেন, "গঙ্গাকে নিয়ে কেউ ভাবেনি। গঙ্গার বুক থেকে দূষণ সরিয়ে নেওয়ার জন্য, তাকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখার জন্য প্রতি শনিবার বিভিন্ন ঘাটে আরতি হয়। এখানে কোনও পার্টির চিহ্ন নেই। সকল উলুবেড়িয়াবাসীর মঙ্গল কামনার জন্য এই আরতির আয়োজন করা হয়েছে। BJP সরকার আসার পর গঙ্গার দূষণ কমেছে। আগামীদিনে গঙ্গা দূষণমুক্ত হয়ে যাবে।"

Last Updated : Apr 21, 2019, 2:05 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details