কালিম্পং, 11 এপ্রিল : "কন্যাকুমারী থেকে উত্তর-পূর্ব সব জায়গায় মোদি-মোদি-মোদি। মোদিজিকে দেশবাসী পছন্দ করে কারণ তারা বিকাশ, সুরক্ষা, উন্নয়ন চায়।" কালিম্পঙের গ্রাহাম হোমসের জনসভা থেকে একথা বললেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ কালিম্পঙে নির্বাচনী প্রচারে আসেন তিনি। বক্তব্যের শুরু থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। বলেন, "বাংলায় 23টির বেশি আসন BJP পেলেই তৃণমূলের বিদায়ঘণ্টা বেজে যাবে। মমতা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক অপমৃত্যু হবে।"
BJP জিতলে মমতার রাজনৈতিক অপমৃত্যু হবে : অমিত - loksabha election
"উত্তরবঙ্গে যেদিকেই যাচ্ছি সেদিকেই মোদি"। 23টা আসন জেতার ব্যাপারে আশাবাদী অমিত শাহ।
কালিম্পঙে বক্তব্য রাখতে গিয়ে আজ গোর্খাদের প্রসঙ্গ তোলেন তিনি। মমতাকে কটাক্ষ করে বলেন, "গোর্খাদের ভরকাবেন না। গোর্খারা এবার আপনার অত্যাচারের বিরুদ্ধে ভোট দেবে। বাংলার মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরালেই তিন দশক ধরে গোর্খাদের আন্দোলন সফল হবে। আর এটা করতে পারে একমাত্র BJP।" এর পাশাপাশি শরণার্থী ইশুতে বলেন, "আমরা ক্ষমতায় এলে NRC বিল আনবই। শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করব। আর মমতা বন্দোপাধ্যায়ের অত্যাচার? পাহাড়ের তো আজ করুণ দশা।"
বাংলার মাটি রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ-র জন্মভূমি। সেই মাটিকে মমতা কলুষিত করেছে। আজকের জনসভা থেকে এই অভিযোগ তোলেন অমিত শাহ। তিনি বলেন, "রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুররের বাংলাতে লুটের রাজনীতি কায়েম করেছেন মমতা। ওঁর মা মাটি মানুষে মানুষের জায়গায় এখন গুন্ডারা জায়গা পাচ্ছে। আর উনি জোট করবেন। জোট কার সঙ্গে ? কংগ্রেসও নেই, CPI(M)-ও নেই। আমরা যখন শহিদ জওয়ানদের বদলা নিলাম তখন পাকিস্তানের পাশাপাশি মমতার অফিসেও শোকের ছায়া নামে।" এরপরই দৃঢ়ভাবে বলেন, "দেশের সুরক্ষার সঙ্গে BJP আপোস করে না।"