পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কুশমণ্ডিতে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক

এলাকায় কলকাতার নাম করা স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলে নিজেকে পরিচয় দিয়েছিল । কয়েকদিন আগেই তার চিকিৎসায় গ্রামবাসীদের সন্দেহ হয় । গতকাল গ্রামবাসীরা তার কাছে ডাক্তারি পাশের প্রমাণের নথিপত্র দেখতে চায় । আবু কাগজ দেখাতে অস্বীকার করে । গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আবুর চিকিৎসায় অনেকের মৃত্যু হয়েছে আগে । এরপরই তাদের সন্দেহ হয়েছিল । গতকাল আবু গ্রামে চিকিৎসা করতে এলে তাকে ধরে জেরা করতে থাকে গ্রামবাসীরা ।

সেই ভুয়ো চিকিৎসক

By

Published : Jun 20, 2019, 11:30 PM IST

কুশমণ্ডি, 20 জুন : ভুয়ো চিকিৎসক । এই অভিযোগে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী । ওই ব্যক্তির নাম আবু বাসের মল্লিক । কুশমণ্ডি ব্লকের মানিকোর এলাকার ঘটনা । গতকাল সন্ধ্যাবেলায় এলাকার একটি ক্লাবে ওই চিকিৎসককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা ।

আবু, মানিকোর এলাকার একটি ক্লাব প্রাঙ্গণে বসত চিকিৎসা করার জন্য । হুগলিতে তার বাড়ি । একটি মারুতি গাড়ি নিয়ে চিকিৎসা করতে আসত । এলাকায় কলকাতার নাম করা স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলে নিজেকে পরিচয় দিয়েছিল । কয়েকদিন আগেই তার চিকিৎসায় গ্রামবাসীদের সন্দেহ হয় । গতকাল গ্রামবাসীরা তার কাছে ডাক্তারি পাশের প্রমাণের নথিপত্র দেখতে চায় । আবু কাগজ দেখাতে অস্বীকার করে । গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আবুর চিকিৎসায় অনেকের মৃত্যু হয়েছে আগে । এরপরই তাদের সন্দেহ হয়েছিল । গতকাল আবু গ্রামে চিকিৎসা করতে এলে তাকে ধরে জেরা করতে থাকে গ্রামবাসীরা । তার ডাক্তারি পাশের শংসাপত্রের প্রমাণ দেখতে চাওয়া হয় । কিন্তু তা দেখাতে না পারার পর খবর দেওয়া হয় কুশমুণ্ডি থানায় । আবু এবং তার গাড়ির চালক প্রশান্ত কোলেকে গ্রেপ্তার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয় তার গাড়িটিও । এছাড়াও আবুর কাছ থেকে তার নাম ও (BHMS ) ডিগ্রি লেখা একটি প্যাড উদ্ধার করা হয়েছে । আজ ওই দু'জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ।


গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক জানান, কুশমণ্ডি থানা এলাকা থেকে ভুয়ো পরিচিত এক ডাক্তারকে এলাকাবাসী আটক করে রেখেছিল । তাকে গ্রেপ্তার করা হয় । ওই ব্যক্তিকে জেরা করে জানা গেছে, তার বাড়ি হুগলি এলাকায় । সারা রাজ্য ভুয়ো ডাক্তারি করে বেড়ায় সে । তার কোনও ডাক্তারি ডিগ্রি নেই বলে স্বীকার করেছে । ওই ব্যক্তি দ্বিতীয়বারের চেষ্টায় উচ্চমাধ্যমিক পাশ করে ভুয়ো ডাক্তারি শুরু করে । নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । আবু এবং তার গাড়ির চালকে ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে গঙ্গারামপুর মহকুমা আদালত । তার ভুয়ো ডাক্তারি ব্যবসার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না সেই বিষয়ও জিজ্ঞাসাবাদ চলছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details