মালদা, 6 এপ্রিল : কালবৈশাখিতে কোথাও মঞ্চ ভেঙে পড়ার উপক্রম, কোথাও বা মঞ্চের সামনে হাঁটুজল। এই অবস্থাতেই আজ জেলার তিনটি জায়গায় নির্বাচনী সভা করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনটি সভাই উত্তর মালদা লোকসভাকেন্দ্র এলাকায়। মঞ্চ থেকে তিনি দাবি করেন, এবার ২৩ নয়, রাজ্যের ৩৩টি আসনে জিততে চলেছেন তাঁরা।
আজ BJP রাজ্য সভাপতি প্রথম সভাটি করেন হরিশ্চন্দ্রপুর-2 ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের হরিবাসর মাঠে। তিনি সভাস্থানে যাওয়ার পর ঝড় ও বৃষ্টি শুরু হয়। অনেকে সভাস্থান ছাড়েন। কেউ কেউ আবার মাথার উপর প্লাস্টিক ধরেই দিলীপ ঘোষের বক্তব্য শোনেন। দিলীপ বলেন, "যে রাস্তা দিয়ে সভায় আসলাম, সেই রাস্তায় যমও আসবে না। এতটাই খারাপ রাস্তা। এই যে ঝড়-বৃষ্টি হচ্ছে। এটা BJP-র ঝড়। আপনারা চিন্তা করবেন না। শুধু মালদায় নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা দেশজুড়ে BJP আর মোদির ঝড় চলছে। এই সরকার পশ্চিমবঙ্গে 8 বছর ধরে আছে। আর যিনি এখানকার সাংসদ, তিনি 10 বছর ধরে আছেন। এখন তিনি পালিয়ে গেছেন। কিন্তু এখানকার মতো খারাপ রাস্তা পশ্চিমবঙ্গে কোথাও নেই। এসবের জবাব তাঁকে দিতে হবে। BJP যেমন নরেন্দ্র মোদিকে আরেকবার প্রধানমন্ত্রী করার জন্য লড়াই করছে, তেমনি এই রাজ্যে পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। আমাদের সভাপতি বলেছিলেন, এখানে 23 টি আসনে জিততে হবে। রাজ্য ঘুরে আমার মনে হচ্ছে, 23 নয়, এবার আমরা 33 টি আসনে জিতব। এখানে গত 8 মাসে 42 জন কর্মী খুন হয়েছেন। আমাদের 4 জন প্রার্থীর উপর হামলা হয়েছে। রাজনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে এরা BJP কর্মীদের উপর আক্রমণ করছে।"