পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোরোনা আক্রান্ত কর্মচারী, বন্ধ হল বেঙ্গালুরুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস - কর্ণাটক

কোরোনা আক্রান্ত এক ব্যক্তি সম্প্রতি বেঙ্গালুরুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে আসায় স্যানিটাইজেশনের জন্য অফিসটি বন্ধ রাখা হল। কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের খোঁজ শুরু হয়েছে।

Coronavirus
Coronavirus

By

Published : Jun 20, 2020, 7:19 AM IST

বেঙ্গালুরু, 19 জুন : এক কর্মচারী কোরোনা আক্রান্ত হওয়ায় বেঙ্গালুরুর সিটি সেন্টারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিস স্যানিটাইজেশনের জন্য বন্ধ করা হল।

সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কৃষ্ণা রেড্ডি জানান, "বৃহস্পতিবার রেলের এক কর্মচারী কোরোনা আক্রান্ত হন। তিনি সম্প্রতি DRM অফিসে এসেছিলেন। সুরক্ষার জন্য অফিসের তিনটি তলাই স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং সমস্ত কর্মীদের বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে হাসপাতালের কর্মীরা ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিলেন, তাদের সন্ধান চালাচ্ছেন, যাতে দ্রুত তাদের পরীক্ষা করা এবং বাকিদের থেকে বিচ্ছিন্ন করে রাখা যায় । "

দক্ষিণ পশ্চিম রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসটি শহরের কেন্দ্রস্থলে ক্রান্তিভিরা সাঙ্গলি রায়ান্না রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত।

জানা গিয়েছে, ওই আক্রান্ত ব্যক্তি হেব্বাল রেলওয়ে স্টেশনের কর্মচারী। ওই ব্যক্তি সম্প্রতি স্টেশনের কাছে রেলওয়ে হাসপাতালেও হাঁটুর চিকিৎসা করার জন্য গিয়েছিলেন। সেখান থেকেই তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই বেসরকারি হাসপাতালে তার কোরোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে। বর্তমানে রেলওয়ে হাসপাতালটিকেও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে। কৃষ্ণা রেড্ডি এই বিষয়ে বলেন, "রেলের হাসপাতালের যে সকল কর্মী ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তাদের পরীক্ষা করা হয়েছে তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি। "

ABOUT THE AUTHOR

...view details