তারকেশ্বর, 23 জুন : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক BJP কর্মীকে মারধর এবং বাইক ভাঙচুরের অভিযোগ উঠল । ঘটনায় অভিযোগের তির সদ্য BJP-তে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে । আক্রান্ত BJP কর্মীর নাম লাল্টু বাগ । গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয় তৃণমূল নেতা উত্তম কুণ্ডু ।
BJP-র গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত তারকেশ্বর - তৃণমূল
BJP কর্মী লাল্টু বাগের অভিযোগ, সদ্য দলে যোগ দেওয়া এক কর্মী এবং তৃণমূলের কয়েকজন তাঁঁকে মারধর করেছে । ঘটনার কথা অস্বীকার করে BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে তৃণমূল ।
আক্রান্ত লাল্টু বাগের অভিযোগ, “দুপরে বাড়ি ফেরার সময় তারকেশ্বর থানা রোডের LIC বিল্ডিংয়ের সামনে বেশ কয়েক জন ঘিরে ধরে আচমকা মারধর শুরু করে । এদের মধ্যে তৃণমূল ছেড়ে সদ্য BJP-তে যোগ দেওয়া কয়েকজন কর্মী এবং তৃণমূলকর্মী রয়েছেন ।” পরে তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুণ্ডু পুলিশের সহযোগিতায় ওই BJP কর্মীকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতলে ভরতি করেন । পরে অবস্থার অবনতি হলে তাঁকে আরামবাগ মুহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ।
যদিও এই ঘটনার সঙ্গে কোনও তৃণমূল কর্মী জড়িত নয় । এটা BJP-র গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে জানিয়েছেন তৃণমূল নেতা উত্তম কুণ্ডু । এই বিষয়ে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, “এটা তৃণমূলের চক্রান্ত । পুরো বিষয় জানি না । আমি খোঁজ নিচ্ছি । তারপর ব্যবস্থা নেব । আসলে এখন তৃণমূলের আর অস্তিত্ব নেই । তাই এরকম ষড়যন্ত্র করে বাজার গরম করতে চাইছে ।”