পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

স্টেরিলাইজ়েশনের সময় মৃত মিনাই, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের - kolkata

স্টেরিলাইজ়েশন করাতে গিয়ে মৃত্যু হল পোষ্যের । থানায় অভিযোগ দায়ের চিকিৎকের বিরুদ্ধে ।

পোষ্যের সঙ্গে সাগরী চৌধুরি

By

Published : Jun 3, 2019, 1:46 PM IST

কলকাতা, 2 জুন : স্টেরিলাইজ়েশন করাতে গিয়ে মৃত্যু হল পোষ্যের । চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পোষ্যের মালকিন এক যুবতি । ঘটনাটি কাঁকুড়গাছি এলাকার । অভিযুক্ত চিকিৎসকের নাম অপরাজিতা চক্রবর্তী রায় ।

26 মে কাঁকুড়গাছি এলাকার একটি ক্লিনিকে পোষা বিড়ালের স্টেরিলাইজ়েশন করাতে গিয়েছিলেন পেশায় আইনজীবী সাগরী চৌধুরি । পরে সাগরীকে জানানো হয়, পোষ্যের অপারেশন হয়ে গেছে । তিনি বাড়ি নিয়ে যেতে পারেন । কিন্তু তখনও বিড়ালের জ্ঞান না ফেরায় তাকে বাড়িতে না নিয়ে ক্লিনিকেই পোষ্যের জ্ঞান ফেরার অপেক্ষা করেন । এরই মধ্যে তাঁকে চিকিৎসার খরচ মিটিয়ে দিতে বলা হয় । পাশাপাশি বলা হয় , নগদে দিতে হবে চিকিৎসার খরচ । কিন্তু সঙ্গে নগদ টাকা না থাকায় ATM -এ টাকা তুলতে যান । ফিরে এসে তিনি দেখেন পোষ্যটিকে যে বাকেট (ক্যাট ক্যারিয়ার)-এ করে নিয়ে আসা হয়েছিল তাতে রাখা হয়েছে ।

এবিষয়ে চিকিৎসক অপরাজিতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চাইলে সাগরীকে বলা হয় তিনি ক্লিনিক থেকে চলে গেছেন । উদ্বিগ্ন হয়ে ওঠেন সাগরী । বাধ্য হয়ে ওই ক্লিনিকের এক পরিচিত কর্মীর কাছে পোষ্যের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান । কিন্তু ওই কর্মী তাঁকে জানায়, ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে । তাই তিনি যেন পোষ্যটিকে নিয়ে বাড়ি ফিরে যান । পাশাপাশি পোষ্যটিকে বাকেট থেকে বের করতেও বারণ করে । জ্ঞান ফিরতে প্রায় 6 ঘণ্টা লাগবে জেনে ওই কর্মীর কথা মতো বাকেট থেকে পোষ্যটিকে আর বের করেননি সাগরী । কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন যে পোষ্যের মুখের এক দিক ভিজে রয়েছে । তাই বাকেট থেকে বের করার জন্য পোষ্যের মাথার নিচে হাত দিতেই চমকে ওঠেন তিনি । দেখেন তাঁর হাতে লেগে রয়েছে রক্ত । তৎক্ষণাৎ ফের ওই ক্লিনিকে নিয়ে যান পোষ্য বিড়ালটিকে । কিন্তু পোষ্যটিকে আর বাঁচানো সম্ভব হয়নি ।

সাগরি বলেন, "বাকেটের মধ্যে মিনাই(পোষ্য) ছিল । কিন্তু ও শ্বাস নিচ্ছিল কি না তা দেখা হয়নি। এটাই আমার ভুল ।" তাঁর অভিযোগ, ক্লিনিক থেকে ফিরে আসার প্রায় এক ঘণ্টা পরে যখন পোষ্যটিকে নিয়ে ফের ওই ক্লিনিকে গিয়েছিলেন তখনও খোলা ছিল ক্লিনিক । তাহলে কেন জ্ঞান না ফেরা সত্ত্বেও পোষ্যকে বাড়ি নিয়ে চলে যেতে বলা হয়েছিল ? এরপরে তিনি ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হবে না বলে জানানো হয় সাগরীকে । শেষ পর্যন্ত ঘটনার দিন রাতে চিকিৎসক অপরাজিতা চক্রবর্তী রায়ের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ দায়ের করতে সমর্থ হন তিনি । পরের দিন পোষ্যটির ময়নাতদন্ত করানো হয় ।

সাগরি বলেন, "অপারেশনের আগে ও (পোষ্য) সুস্থ ছিল । সুস্থ ছিল । আমি জানতে চাই কী এমন হল যে সুস্থ অবস্থায় নিয়ে গেলাম । অথচ বাঁচাতে পারলাম না ? 500 টাকায় স্টেরিলাইজ়েশন করানো যায় । কিন্তু এই ক্লিনিকে সাড়ে 8 হাজার টাকায় স্টেরিলাইজ়েশন করানো হয়েছে ওর সুরক্ষার কথা ভেবে । চিকিৎসার অবহেলায় ওর মৃত্যু হয়েছে । " এবিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় । কোনওরকম মন্তব্য করতে অস্বীকার করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details