পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পণ্যবাহী লরি ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, জখম 1 - Accident between Oil tank and goods vehicle

তেলের ট্যাঙ্কারের সঙ্গে পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । মুহূর্তে ট্যাঙ্কারের কেবিনে আগুন ছড়িয়ে পড়ে ।

Accident in alipurduar
আলিপুরদুয়ারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ

By

Published : Jun 7, 2020, 8:55 PM IST

আলিপুরদুয়ার,7জুন : শিলিগুড়িগামী পণ্যবাহী লরির সঙ্গে অসমগামী তেলেরট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ । তেলের ট্যাঙ্কারের কেবিনে আগুন লেগে যায় । আজদুপুর আড়াইটে নাগাদ ৩১/সি জাতীয় সড়কের কালকূট সেতুর সামনে দুর্ঘটনা ঘটে । পণ্যবাহীলরির সামান্য ক্ষতি হয় ।

তেলের ট্যাঙ্কারের কেবিনে আগুন লাগার পর চালক গাড়ি থেকে ঝাঁপ দিয়েপ্রাণে বাঁচেন । তাঁঁর ডান পা দুই গাড়ির সংঘর্ষে মারাত্মকভাবে জখম হয় । ৩১/সিজাতীয় সড়কে বন্ধ হয়ে যায় সব গাড়ির চলাচল । যানজটের সৃষ্টি হয় যায় জাতীয় সড়কে ।আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থানে আসে দমকলের দু'টি ইঞ্জিন । ৩০ মিনিটের চেষ্টায় আগুননিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ।

তেলের ট্যাঙ্কারের কেবিন ভস্মীভূত হলেও পিছনে থাকা ট্যাঙ্কে আগুনলাগেনি । কোনওভাবে সেখানে আগুন ছড়িয়ে পড়লে আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে মনেকরেন আলিপুরদুয়ার অগ্নিনির্বাপন আধিকারিক প্রদীপ সরকার ।

ABOUT THE AUTHOR

...view details