পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

লকডাউনে নিয়ম অমান্যের অভিযোগ, 10 তবলিঘি জামাত সদস্যের বিরুদ্ধে চার্জশিট - লকডাউন

লকডাউন অমান্য করে তবলিঘি জামাতে অংশগ্রহণ করায় কেরালা ও কর্নাটকের ব্যক্তির বিরুদ্ধে উত্তরপ্রদেশে চার্জশিট পেশ করা হল । তাদের বিরুদ্ধে এপিডেমিক ডিজ়িজ় অ্যাক্ট ও ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

Tablighi jamat
Tablighi jamat

By

Published : Jun 22, 2020, 6:24 PM IST

মুজাফফরনগর, 22 জুন : লকডাউনের নিয়ম অমান্য করে গত মার্চ মাসে দিল্লিতে তবলিঘি জামাতে অংশগ্রহণ করায় কেরালা ও কর্নাটকের 10 জনের বিরুদ্ধে উত্তরপ্রদেশে চার্জশিট পেশ করা হল।

পুলিশের তরফ থেকে জানানো হয়, এপ্রিল মাসের শুরুতে নিউ মান্ডি পুলিশ স্টেশনে ওই 10 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । শনিবার আদালতে চার্জশিট পেশ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও এপিডেমিক ডিজ়িজ় অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়েছে ।

অন্যদিকে নেপালের 12 জন তবলিঘি জামাত সদস্যের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়েছে । তবে অভিযুক্তরা সকলেই জামিনে মুক্তি পেয়েছেন।

কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে 24 মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করা হয়। লকডাউনের নিয়ম অমান্য করে দিল্লিতে তবলিঘি জামাতের অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যোগদান করে ৷ জামাতি অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে মামলা দায়ের করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details