পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সীমান্ত থেকে উদ্ধার প্রচুর কাফ সিরাপ-গাঁজা - সীমান্ত থেকে উদ্ধার প্রচুর কাফ সিরাপ, গোরু ও গাঁজা

উত্তরবঙ্গের ইন্দো-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 265 বোতল ফেনসিডিল, 17 টি গরু এবং দুই কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ।

BSF
BSF

By

Published : Jul 10, 2020, 2:11 PM IST

দার্জিলিং, 10 জুলাই: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার ভেস্তে দিলেন BSF জওয়ানরা। গত আটচল্লিশ ঘণ্টায় বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণে কাফ সিরাপ ফেনসিডিল, গোরু এবং গাঁজা। সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের তৎপরতায় 8 জুলাই থেকে 9 জুলাই-এই দু'দিনের অভিযানে প্রায় 3 লাখ 20 হাজার 394 টাকা মূল্যের পাচারের পণ্য বাজেয়াপ্ত করা হয়ে।

BSF-র উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের DIG রাজীব রঞ্জন শর্মা জানিয়েছেন,এই জিনিসগুলি সীমান্ত টপকে বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল । তিনি আরও বলেন, গত আটচল্লিশ ঘণ্টায় উত্তরবঙ্গের ইন্দো-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 265 বোতল ফেনসিডিল, 17 টি গোরু এবং দুই কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ।

উল্লেখ্য, BSF-র গোয়েন্দা শাখা ' জি-ব্রাঞ্চ' সূত্রে খবর, এখন বর্ষাকাল। এই সময় উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি হয় । আর এই সুযোগে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়া নদীগুলি দিয়ে পাচার হয় গোরু । এছাড়া সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই সেইসব জায়গা দিয়ে মাদক সহ বিভিন্ন পণ্য পাচার হয়। সামনেই ইদ। তার আগে এই সীমান্ত দিয়ে গোরু পাচার বড়ে । আর তা ঠেকাতে সীমান্তে মোতায়েন করা হয়েছে ববিএসএফ জওয়ান ।

ABOUT THE AUTHOR

...view details