পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বাদল অধিবেশনের আগেই কোরোনা পজ়িটিভ বালুরঘাটের সাংসদ - বাদল অধিবেশন 2020

কোরোনা আক্রান্ত বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । বাদল অধিবেশনে যোগ দিতেন তিনি ।

sukanta
ফাইল ছবি

By

Published : Sep 13, 2020, 1:25 PM IST

Updated : Sep 13, 2020, 3:07 PM IST

বালুরঘাট, 13 সেপ্টেম্বর : লোকসভা অধিবেশনের আগেই কোরোনা আক্রান্ত বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । আজ সকালে সোশাল মিডিয়ায় কোরোনা পজ়িটিভ হওয়ার কথা তিনি নিজেই জানিয়েছেন ।

গত সাতদিনে তার সংস্পর্শে আসা সকলকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন সুকান্ত মজুমদার । আপাতত তিনি নিজে 10দিনের সেল্ফ আইসোলেশন বা হোম আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন ।

বাদল অধিবেশনের যোগ দেওয়ার জন্যগতকালই দিল্লি পৌঁছান সুকান্ত মজুমদার । দিল্লি যাওয়ার আগে 9 সেপ্টেম্বর বালুরঘাটে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেছিলেন তিনি । সেখানে তাঁর কোরোনা রিপোর্ট নেগেটিভ আসে ।

এদিকে গতকাল লোকসভায় সকল সাংসদের কোরোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল । সেখানে সোয়াব নমুনা পরীক্ষা হয় বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদারেরও । আজ সকালে তাঁর রিপোর্ট আসে । জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ ।


চলতি মাসের প্রথম থেকে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ছিলেন সাংসদ । দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কয়েকটি এলাকায় বড় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন তিনি । 12 সেপ্টেম্বর বালুরঘাটে স্বামী বিবেকানন্দের শিকাগো হিন্দু মহাসভার 127বছর পূর্তি উপলক্ষে বালুরঘাট হিলি মোড় এবং দলীয় কার্যালয়ে বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি ।

এবিষয়ে বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানান, গতকাল তিনি লোকসভা অধিবেশনের যোগ দেওয়ার জন্য দিল্লি এসেছেন । অধিবেশনে যোগ দেওয়ার আগে কোরোনা পরীক্ষা বাধ্যতামূলক থাকায় গতকালই লোকসভাতে কোরোনা পরীক্ষা করান তিনি । কোরোনা পরীক্ষার পর আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তিনি দিল্লিতেই হোম আইসোলেশন থাকবেন । তবে তিনি কোরোনা পজ়িটিভ হলেও কোনও উপসর্গ নেই । শুধুমাত্র তিনি নয় আরও বেশ কয়েকজন সাংসদ কোরোনা পজ়িটিভ ।

Last Updated : Sep 13, 2020, 3:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details