কলকাতা, 13 জুন : বৃহস্পতিবার বিকেলে রাজভবনে চারদলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছিল ।
চারদলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রাজ্যপালের - Partha Chatterjee
সূত্রের খবর, রাজ্যপাল শান্তি-সম্প্রীতি বজায় রাখার আবেদন করেছেন । সেখানে রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ।
কেশরীনাথ ত্রিপাঠী
বৈঠকে ছিলেন কংগ্রেসের সোমেন মিত্র, BJP-র জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় ও CPI(M)-এর মহম্মদ সেলিম ।
সূত্রে জানা গেছে, রাজ্যপাল শান্তি-সম্প্রীতি বজায় রাখার চারদলের প্রতিনিধিদের কাছে আবেদন রেখেছেন ।