পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোরোনা প্যানডেমিকে শিশুদের স্বাস্থ্য সচেতন করতে হবে অভিভাবকদের: UNICEF - কোরোনা ভাইরাস সংক্রমণ

বিশ্বে কোরোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে । এর মধ্যে শিশুদের নিয়ে যথেষ্ট চিন্তিত অভিভাবকরা । কীভাবে তাঁরা তাঁদের শিশুদের যত্ন নেবেন, সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করল UNICEF ।

unicef
unicef

By

Published : Jun 10, 2020, 1:13 PM IST

নিউ ইয়র্ক, 10জুন : কোরোনা ভাইরাস সংক্রমণের মধ্যে শিশুদের স্বাস্থ্য, সুরক্ষা এবং পুষ্টি নিয়ে অভিভাবকদের সচেতন করল UNICEF । বিশেষ করে ছয় বছরের কম বয়সের শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয় ।

UNICEF-র তরফে ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন দ্য কান্ট্রি’ নামের একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে । রিপোর্টটি মূলত, ছয় বছরের কম বয়সের শিশুদের স্বাস্থ্য, সুরক্ষা এবং নিরাপত্তার উপর জোর দিয়েছে । একজন অভিভাবক বা অভিভাবিকা কীভাবে এই প্যানডেমিকে তাঁর শিশুর খেয়াল রাখবেন । তাকে অসুখ সম্বন্ধে কীভাবে সচেতন করবেন এবং কীভাবে শিশুর যত্ন নেবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই রিপোর্টে ।

রিপোর্ট অনুযায়ী, একজন ছয় বছরের শিশুর মানসিক স্বাস্থ্য খুব দ্রুত উন্নত হয় । এই Covid-19 প্যানডেমিকে, অভিভাবকরা চাপে রয়েছেন এবং তাঁদের শিশুদের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত ।

কোরোনা ভাইরাস সংকট অভিভাবক এবং শিশুদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে । ছোটো শিশুরা এই ভাইরাসের প্রভাব নিয়ে খুবই চিন্তিত । প্রি-স্কুল এবং স্কুল দীর্ঘদিন বন্ধ থাকায় তাঁদের দৈনন্দিন জীবন পালটে দিয়েছে । প্রচুর নিয়ম এবং কড়া বিধির মধ্যে তাদের প্রতিদিন কাটছে । শিশুদের সঙ্গে এখন ভাল ব্যবহার করা প্রয়োজন । তাদের পজ়িটিভ রাখতে হবে । এর ফলে তারা ভালো অনুভব করবে । এবং সমাধান হতে পারে মানসিক সমস্যাও ।

UNICEF-র রিপোর্ট অনুযায়ী, “প্রত্যেক অভিভাবকের তাঁর সন্তানকে কোরোনা ভাইরাস সম্বন্ধে যাবতীয় তথ্য সন্তানকে জানাতে হবে । শিশুদের সচেতন করতে হবে । তাদের শেখাতে হবে কীভাবে তারা কোরোনো ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে ।”

পাশাপাশি স্বাস্থ্য বিধি, খাবার এবং পুষ্টি সম্বন্ধিত তথ্যের উল্লেখও এই রিপোর্টে করে UNICEF । প্রতিরোধ ব্যবস্থা এবং সামাজিক সম্পর্ক সম্বন্ধেও শিশুদের শেখাতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details