নিউ ইয়র্ক, 10জুন : কোরোনা ভাইরাস সংক্রমণের মধ্যে শিশুদের স্বাস্থ্য, সুরক্ষা এবং পুষ্টি নিয়ে অভিভাবকদের সচেতন করল UNICEF । বিশেষ করে ছয় বছরের কম বয়সের শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয় ।
UNICEF-র তরফে ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন দ্য কান্ট্রি’ নামের একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে । রিপোর্টটি মূলত, ছয় বছরের কম বয়সের শিশুদের স্বাস্থ্য, সুরক্ষা এবং নিরাপত্তার উপর জোর দিয়েছে । একজন অভিভাবক বা অভিভাবিকা কীভাবে এই প্যানডেমিকে তাঁর শিশুর খেয়াল রাখবেন । তাকে অসুখ সম্বন্ধে কীভাবে সচেতন করবেন এবং কীভাবে শিশুর যত্ন নেবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই রিপোর্টে ।
রিপোর্ট অনুযায়ী, একজন ছয় বছরের শিশুর মানসিক স্বাস্থ্য খুব দ্রুত উন্নত হয় । এই Covid-19 প্যানডেমিকে, অভিভাবকরা চাপে রয়েছেন এবং তাঁদের শিশুদের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত ।