পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ফণীর শঙ্কায় কপ্টারে 'না', বাদুড়িয়ার সভায় গরহাজির অভিষেক - fani

ফণীর আশঙ্কায় বাদুড়িয়ার জনসভায় এলেন না তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি ও জ্যোতিপ্রিয় মল্লিক । বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী নুসরত জাহানের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছিল ।

ছবি সৌজন্যে ফেসবুক

By

Published : May 1, 2019, 9:31 PM IST

Updated : May 1, 2019, 11:37 PM IST

বাদুড়িয়া, 1 মে : ঘুর্ণিঝড় ফণীর আশঙ্কায় হেলিকপ্টার ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তাই, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নির্বাচনী জনসভায় আজ এলেন না । ছিলেন না জ্যোতিপ্রিয় মল্লিকও । বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের সমর্থনে আটঘরা হাইস্কুলের মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছিল ।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা রয়েছে, পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে ঘুর্ণিঝড় ফণী ধেয়ে আসছে । তাই হেলিকপ্টার ওড়ায় নিষেধাজ্ঞা রয়েছে । সেই কারণে প্রস্তুতি সত্ত্বেও অভিষেক সভায় গেলেন না । জ্যোতিপ্রিয় মল্লিকের সড়ক পথে সভায় যাওয়ার কথা থাকলেও তিনি যাননি । শেষমেশ প্রার্থী নুসরতকে নিয়ে জনসভা সামলালেন তৃণমূল নেতা সুজিত বসু ও পার্থ ভৌমিক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এছাড়াও সভায় ছিলেন বাদুড়িয়ার পৌরপ্রধান তুষার সিংহ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী । পার্থ ভৌমিক বলেন, "11 মে অভিষেক বাদুড়িয়ায় আসবেন ।"

Last Updated : May 1, 2019, 11:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details