সালানপুর, 29 মে : ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের । মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের । সালানপুর থানার হরিসাড্ডি গ্রাম এলাকার ঘটনা । ট্রাক্টরের চালক পলাতক । দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় ।
সালানপুরে দুর্ঘটনায় মৃত একই পরিবারের তিনসহ 4 - accident
মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের । সালানপুর থানার হরিসাড্ডি গ্রাম এলাকার ঘটনা । ট্রাক্টরের চালক পলাতক । স্থানীয়রা আসানসোল চিত্তরঞ্জন রোডের জেমারি মোড়ে অবরোধ শুরু করে ।
আজ সকালে শেখ রিয়াজ তাঁর ছেলে ও ভাইয়ের মেয়েকে বাইকে করে স্কুলে পৌঁছাতে যাচ্ছিলেন । সেই সময় উলটো দিক থেকে একটি বালি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে । এরপর ট্রাক্টরটি উলটে যায় । ঘটনাস্থানেই শেখ রিয়াজ ও তাঁর ছেলের মৃত্যু হয় । এই দুর্ঘটনায় ট্রাক্টরের এক খালাসিরও মৃত্যু হয়েছে । গুরুতর আহত অবস্থায় আয়েশা খাতুনকে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় । স্থানীয়রা আসানসোল চিত্তরঞ্জন রোডের জেমারি মোড়ে অবরোধ শুরু করে । এরপর সালানপুর থানার পুলিশ এসে অবরোধ তোলে ।