দিল্লি, 15 জুন : কোরোনায় আক্রান্ত হলেন আরও 29 জন CRPF জওয়ান । এখনও পর্যন্ত 620 জন CRPF জওয়ান কোরোনায় আক্রান্ত হলেন ।
CRPF-এর তরফে আজ জানানো হয়, "29 জন CRPF জওয়ান নতুন করে সংক্রমিত হয়েছেন । মোট আক্রান্তের সংখ্যা 620। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 189। সুস্থ হয়ে উঠেছেন 427 জন। সংক্রমণে মৃত্যু হয়েছে চারজনের। "
গত সপ্তাহে দিল্লিতে কোরোনা আক্রান্ত হন CRPF-এর চিফ মেডিকেল অফিসার। তাঁকে দিল্লির ওখলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়।
গত 24 ঘন্টায় দেশে আরও 11 হাজার 502 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3 লাখ 32 হাজার 424 । একদিনে 325 জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে 9 হাজার 520।