নন্দীগ্রাম, 7 জুলাই : আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে নন্দীগ্রামের 200 জন তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতের একাধিক পদাধিকারীকে আগেই শোকজ় করা হয়েছিল । জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের মধ্যে 25 জনকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ব্লক তৃণমূল কংগ্রেস । আজ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান মেঘনাথ পাল ।
নন্দীগ্রামে আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । তালিকা প্রকাশের পর থেকে প্রায় প্রতিনিয়ত একাধিক গ্রাম পঞ্চায়েত অফিস ও পঞ্চায়েত প্রতিনিধিদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো । এরপর প্রায় 200 জন নেতা-কর্মীকে শোকজ় করে তৃণমূল কংগ্রেস । গতকাল সেই শোকজ়ের উত্তর দেওয়ার শেষ দিন ছিল । সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নিজেদের দোষ স্বীকার করে দল থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন । তাঁদের মধ্যে দু'জন পঞ্চায়েত প্রধান , দু'জন পঞ্চায়েত সমিতির সদস্য ও 10 জন গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন । এছাড়াও তালিকায় রয়েছেন একাধিক অঞ্চল সভাপতি ও বুথ সভাপতি থেকে স্থানীয় নেতা । এলাকার জনপ্রতিনিধিদের সেই আবেদন ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটি গ্রহণ করেছে । তাঁদের BDO-র কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই শোকজ়ের চিঠি পাওয়া নেতাদের মধ্যে 87 জন BDO-র কাছে টাকা ফেরত দিয়েছেন । মঙ্গলবার আরও 50 জন টাকা ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন ।