উদয়পুর, 28 জুন: নৃশংস ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের উদয়পুর ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হল সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কানহাইয়া লাল সাহু (Man Killed in Udaipur) ৷ তিনি রাজস্থানের উদয়পুরের বাসিন্দা, পেশায় দর্জি ৷ মঙ্গলবার দুপুরে উদয়পুর শহরের ধানমান্ডি এলাকায় তাঁর দোকানে ঢোকে দুই ব্যক্তি তাঁকে কুপিয়ে খুন করে ৷ গোটা ঘটনা মোবাইল ক্যামেরায় বন্দি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মার সমর্থনে সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করেছিলেন কানহাইয়া লাল সাহু ৷
নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় কানহাইয়া লালকে খুন করা হয়েছে বলে ওই ভিডিয়োতে দাবি করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই দুই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পোশাকের মাপ দেওয়ার অছিলায় ওই দুই ব্যক্তি কানহাইয়া লালের দোকানে যায় বলে জানতে পেরেছে পুলিশ ৷