এরনাকুলাম (কেরল), 20 ফেব্রুয়ারি: দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা ত্রিসূরের বাসিন্দা 17 বছরের কিশোরী দেবানন্দা ৷ গত 9 ফেব্রুয়ারি সে লিভার বা যকৃতের একটি অংশ তার বাবাকে দান করেছে (Youngest Organ Donor Leaves Hospital After Donate A Portion of Liver) ৷ সেই অস্ত্রোপচারের পর 18 ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দেবানন্দা ৷ জানা গিয়েছে, বাবাকে অঙ্গদান করার জন্য তাঁকে দীর্ঘ আইনি লড়াই পেরোতে হয়েছে ৷ তারপর দেবানন্দা তার বাবা পিজি প্রতীশকে লিভারের একটি অংশ দান করতে পেরেছে ৷ প্রতীশ লিভারের বিরল অসুখে ভুগছিলেন ৷
উল্লেখ্য, দেশের আইন অপ্রাপ্তবয়স্কদের অঙ্গদানের অনুমতি দেয় না ৷ সেই কারণে নিজের বাবাকে লিভারের একটি অংশ দান করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল দেবানন্দা ৷ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত 9 ফেব্রুয়ারি এরনাকুলামের আলুভা রাজাগিরি হাসপাতালে লিভার প্রতিস্থাপন করা হয় ৷ অস্ত্রোপচারের পর 9দিন হাসপাতালে ভরতি ছিল দেবানন্দা ৷ 18 ফেব্রুয়ারি চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছাড়ে ৷