পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Youngest Organ Donor of Country: হাসপাতাল থেকে ছাড়া পেল দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা কিশোরী - দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা ত্রিসূরের দেবানন্দা

গত 9 ফেব্রুয়ারি বাবা পিজি প্রতীশকে লিভারের একটি অংশ দান করেছিল বছর 17-র কিশোরী ৷ সে দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসেবে চিহ্নিত হয়েছে (Youngest Organ Donor of Country) ৷ গত 18 ফেব্রুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

Youngest Organ Donor of Country ETV BHARAT
Youngest Organ Donor of Country

By

Published : Feb 20, 2023, 10:58 AM IST

এরনাকুলাম (কেরল), 20 ফেব্রুয়ারি: দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা ত্রিসূরের বাসিন্দা 17 বছরের কিশোরী দেবানন্দা ৷ গত 9 ফেব্রুয়ারি সে লিভার বা যকৃতের একটি অংশ তার বাবাকে দান করেছে (Youngest Organ Donor Leaves Hospital After Donate A Portion of Liver) ৷ সেই অস্ত্রোপচারের পর 18 ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দেবানন্দা ৷ জানা গিয়েছে, বাবাকে অঙ্গদান করার জন্য তাঁকে দীর্ঘ আইনি লড়াই পেরোতে হয়েছে ৷ তারপর দেবানন্দা তার বাবা পিজি প্রতীশকে লিভারের একটি অংশ দান করতে পেরেছে ৷ প্রতীশ লিভারের বিরল অসুখে ভুগছিলেন ৷

উল্লেখ্য, দেশের আইন অপ্রাপ্তবয়স্কদের অঙ্গদানের অনুমতি দেয় না ৷ সেই কারণে নিজের বাবাকে লিভারের একটি অংশ দান করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল দেবানন্দা ৷ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত 9 ফেব্রুয়ারি এরনাকুলামের আলুভা রাজাগিরি হাসপাতালে লিভার প্রতিস্থাপন করা হয় ৷ অস্ত্রোপচারের পর 9দিন হাসপাতালে ভরতি ছিল দেবানন্দা ৷ 18 ফেব্রুয়ারি চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছাড়ে ৷

লিভার প্রতিস্থাপনের এই অস্ত্রোপচার হয় বিশেষজ্ঞ চিকিৎসক রামচন্দ্র নারায়াণ মেননের নেতৃত্বে ৷ এই অস্ত্রোপচারে অন্যান্য় চিকিৎসকদের মধ্যে ছিলেন, ডক্টর জন শাহজি ম্যাথিউ, ডা. জোসেফ জর্জ, ডা. সাইরাস অ্যাবে ফিলিপ, ডা. জর্জ জ্যাকব, ড. শালিনী রামাকৃষ্ণন এবং ড. জয়শঙ্কর ৷ অস্ত্রোপচার সফল হওয়ার পর দেবানন্দা দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসেবে চিহ্নিত হয়েছে ৷ দেবানন্দার দীর্ঘ লড়াই এবং অঙ্গদানের মতো মহান কাজকে সম্মান জানিয়েছে আলুভা রাজাগিরি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:ফের কলকাতায় নজির, মৃত্যুর পর মায়ের অঙ্গদান নার্সের

অস্ত্রোপচার ছিল খরচ সাপেক্ষ ৷ কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ মানবিকতার পরিচয় দিয়েছে ৷ এত অল্পবয়সে দেবানন্দার এই মহান কাজকে সম্মান জানিয়ে অস্ত্রোপচারের সব খরচ কর্তৃপক্ষ ব্যয় করেছে ৷ স্বভাবতই হাসপাতালের পদক্ষেপ আর্থিকভাবে স্বস্তি দিয়েছে পরিবারকে ৷

ABOUT THE AUTHOR

...view details