ব়্যাপিডো চালকের অসভ্যতা থেকে বাঁচতে চলন্ত বাইক থেকে লাফ তরুণীর বেঙ্গালুরু, 26 এপ্রিল: দেশের আইটি হাব হওয়ার কারণে বেঙ্গালুরু শহর নারী সুরক্ষার নিরিখে এমনিতে প্রথমসারিতেই ৷ তার উপর গত মাসে ঘটা করে 'সেফ সিটি প্রজেক্ট'-এর উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাই গার্ডেন সিটি নিরাপত্তা যে আরও জোরদার হবে, বলাই বাহুল্য ৷ কিন্তু সম্প্রতি যে সিসিটিভি ফুটেজ আন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে, সেই ছবি কিন্তু বলছে অন্য কথা ৷ রাতের বেঙ্গালুরু মেয়েদের জন্য কতোটা সুরক্ষিত, প্রশ্ন তুলে দিল এই সিসিটিভি ফুটেজ ৷
ব়্যাপিডো চালকের শ্লীলতাহানির শিকার হয়ে চলন্ত বাইক থেকেই লাফ দিচ্ছেন এক তরুণী ৷ ইন্টারনেটে ঘুরে বেড়ানো এই ভিডিয়ো দেখে আঁতকে ওঠার জোগাড় সাধারণ মানুষের ৷ তবে এই ভিডিয়ো নেহাতই সোশালে ঘুরে বেড়ানো ভিডিয়ো নয় ৷ ঘটনার শিকার তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব়্যাপিডো চালককে গ্রেফতারও করেছে ইয়ালাহাঙ্কা সাব সিটি থানার পুলিশ ৷ ধৃত বছর সাতাশের দীপক রাও তিন্ডলু এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি গত 21 এপ্রিল ইয়ালাহাঙ্কা নিউটাউন থানা এলাকার ৷ ঘটনার দিন রাত 11টা নাগাদ বিএমএস কলেজের কাছ থেকে ওই তরুণী বন্ধুর বাড়ি যাবেন বলে ব়্যাপিডোটি বুক করেন বলে জানিয়েছে পুলিশ ৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল ৷ বিপত্তির সূত্রপাত তরুণী বাইকে ওঠার পর ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, বাইকে ওঠার পরই ব়্যাপিডো চালক তরুণীর মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং অসভ্যতা শুরু করে ৷ এমনকী গন্তব্য পথে না-গিয়ে বাইক অন্যপথে ঘুরিয়ে নেয় অভিযুক্ত বাইক চালক দীপক ৷
আরও পড়ুন:রিকশাচালককে 200 মিটার হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, গ্রেফতার অভিযুক্ত চালক
বাইকের গতিও প্রচণ্ড থাকায় ভীত হয়ে পড়েন তরুণী ৷ শেষমেশ আর কোনও উপায় না-দেখে বাইক থেকে লাফ দেন তিনি ৷ নাগেনাহাল্লি এলাকায় তরুণীকে আচমকাই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়তে দেখে এগিয়ে আসেন কলেজের নিরাপত্তারক্ষী ৷ সব দেখেশুনে বাইক নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ৷ ঘটনায় কমবেশি আহত তরুণী স্থানীয় একজনের মোবাইল থেকে বন্ধুকে ফোন করেন এবং পরে সবিস্তারে অভিযোগ দায়ের করেন পুলিশে ৷ তদন্তে নেমে ব়্যাপিডো চালককে গ্রেফতার করে ৷ পরবর্তীতে আদালত অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় ৷