রামনগর (উত্তরাখণ্ড), 22 মার্চ: গত কয়েকদিন ধরেই বিতর্কিত নানা মন্তব্য করে খবরের শিরোনামে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত ৷ মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে আপত্তি তোলায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি ৷ চাপের মুখে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও তিনি যে চুপ করে থাকার মানুষ নন, আবারও বুঝিয়ে দিলেন ৷ এ বার তাঁর নবতম সংযোজন আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে ৷ গরিব মানুষদের প্রতি রাওয়াতের পরামর্শ, "বেশি রেশন পেতে হলে 20টি সন্তানের জন্ম দিন ৷"
কী বলেছেন রাওয়াত ?
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন, "প্রত্যেক গৃহস্থকে 5 কেজি রেশন দেওয়া হচ্ছে ৷ যদি একটি বাড়ির 10 জন 50 কেজি পান, তাহলে 20 জন এক ক্যুইন্টাল পাবেন ৷ কিন্তু 2 জন যেখানে 10 কেজি পাচ্ছেন, সেখানে 20 জন এক ক্যুইন্টাল পেলে অনেকে হিংসা করেন ৷ কেন ? যখন সময় ছিল, তখন আপনি মাত্র 2টি সন্তানের জন্ম দিয়েছেন...কেন 20টির দেননি ?"
দেশে করোনাকালে গরিবদের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেশের প্রত্যেক গৃহস্থকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে ৷ এক জনের জন্য দেওয়া হচ্ছে পাঁচ কেজি খাদ্যশস্য ও এক কেজি ডাল ৷ সরকারি প্রকল্পের সেই রেশন পাওয়ার জন্য গরিব মানুষদের বেশি বাচ্চার জন্ম দেওয়ার নিদান দিয়েছেন রাওয়াত ৷ একজন মুখ্যমন্ত্রী হিসেবে এ কথা বলার সময়, জনসংখ্য়া, পরিবেশের ভারসাম্য - এ সব কোনও কিছুই মাথায় রাখেননি তিনি ৷
আরও পড়ুন :মেয়েদের ছেঁড়া জিনসে আপত্তি রাওয়াতের, তীব্র কটাক্ষ জয়া-প্রিয়াঙ্কা-মহুয়ার
বিতর্কিত মন্তব্য করা এই প্রথম নয় ৷ এর আগে রামগড়ের একটি সভায় তিনি বলেন, ভারতকে 200 বছর শাসন করেছে আমেরিকা ৷ এখানেই শেষ নয়, স্ত্রী-বিদ্বেষী মন্তব্য করে দেশজুড়ে সবার বিরাগভাজন হয়েছেন তিনি ৷ তিনি বলেছিলেন, "ছেঁড়া জিনস পরে খালি হাঁটু দেখানোর অর্থ, ধনী শিশুদের পশ্চিমি সভ্যতাকে অনুসরণ করা, যেখানে পশ্চিমি দেশগুলি এখন আমাদের অনুসরণ করছে ৷ ছেঁড়া জিনস সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করছে এবং সন্তানদের উপর খারাপ দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের বাবা-মায়েরা ৷" এই মন্তব্যের পরই রিপড জিনস হ্যাশট্যাগ সহযোগে ছেঁড়া জিনস পরা ছবি পোস্ট করার ধূম পড়ে যায় ৷ তীব্র ভাষায় রাওয়াতের সমালোচনা করেন নেটিজেনরা ৷