পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Taslima Nasreen : ‘জিহাদিস্তান’ বাংলাদেশের ‘রানি’ শেখ হাসিনা, কটাক্ষ তসলিমার

গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে হিংসার ঘটনা ঘটছে, তা নিয়ে প্রতিবাদ করলেন লেখিকা তসলিমা নাসরিন ৷ দোষীদের আড়াল করার অভিযোগ তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ৷

writer taslima nasreen slams bangladesh pm shiekh hasina on violence issue
Taslima Nasreen : ‘জিহাদিস্তান’ বাংলাদেশের ‘রানি’ শেখ হাসিনা, কটাক্ষ তসলিমার

By

Published : Oct 16, 2021, 3:39 PM IST

কলকাতা, 16 অক্টোবর : বাংলাদেশে হিংসার (Bangladesh Violence) ঘটনার প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen) ৷ এই ঘটনার পর বাংলাদেশের নতুন নাম ‘জিহাদিস্তান’ বলেও কটাক্ষ করেছেন ৷ একই সঙ্গে এই ইস্যুতে নীরব থাকায় সমালোচনা করেছেন ভারতীয় ধর্মনিরপেক্ষ সম্প্রদায়েরও ৷

প্রসঙ্গত, গত বুধবার থেকে উত্তপ্ত বাংলাদেশ ৷ প্রথমে সেখানকার কুমিল্লায় দুর্গা প্রতিমা ভাঙা হয় ৷ তার পর কুমিল্লা-সহ বহু জায়গায় পুজো মণ্ডপ ভাঙচুর হয়েছে ৷ ভাঙা হয়েছে মন্দির ৷ আক্রান্ত হয়েছেন সেদেশের সংখ্যালঘু হিন্দুরা ৷ হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ আহত বহু ৷

আরও পড়ুন :Narendra Modi : বাংলাদেশের হিংসা নিয়ে কেন মোদি নীরব, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল

শনিবার সেই নিয়েই দু’টি টুইট করেছেন বাংলাদেশের ভূমিকন্যা তসলিমা ৷ প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের নতুন নাম জিহাদিস্তান ৷ হিন্দুদের পুজো প্যান্ডেল, মূর্তি, মন্দির, বাড়ি, দোকান ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে জিহাদিরা ৷’’

এই ঘটনায় তিনি তোপ দেগেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh Prime Minister Sheikh Hasina) বিরুদ্ধেও ৷ তাঁর অভিযোগ, ওই দেশের সংবাদমাধ্যমকে এই খবর না প্রকাশিত করার নির্দেশ দিয়েছেন হাসিনা ৷ তাই হাসিনার উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘‘উনি (হাসিনা) জিহাদিদের মা এবং জিহাদিস্তানের রানি ৷’’

তসলিমা নাসরিনের টুইট

আরও পড়ুন :Bangladesh Violence : নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা, পুকুরে মিলল দেহ

যদিও এই ঘটনার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে ওই দেশের সরকারের দাবি ৷ পাশাপাশি দোষীদের কড়া শাস্তি দেওয়ার বার্তাও দিয়েছেন শেখ হাসিনা ৷

অন্যদিকে ভারতেও এই নিয়ে হইচই পড়েছে ৷ অনেকেই এর প্রতিবাদ করেছেন ৷ আবার অনেকে এখনও কোনও মন্তব্য করেননি ৷ এই পরিস্থিতিতে ভারতীয় ধর্মনিরপেক্ষ সম্প্রদায়ের সমালোচনায় সরব হয়েছেন তসলিমা নাসরিন ৷

আরও পড়ুন :Bangladesh : কুমিল্লার ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়ার বার্তা শেখ হাসিনার

টুইটারে তিনি লিখেছেন, গাজায় মুসলিমরা আক্রান্ত হলে ভারতীয় ধর্মনিরপেক্ষ সম্প্রদায় যতটা ভয় পায়, প্রতিবেশী বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হওয়ায় তারা ততটা ভীত হয় না ৷

ABOUT THE AUTHOR

...view details