কলকাতা, 16 অক্টোবর : বাংলাদেশে হিংসার (Bangladesh Violence) ঘটনার প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen) ৷ এই ঘটনার পর বাংলাদেশের নতুন নাম ‘জিহাদিস্তান’ বলেও কটাক্ষ করেছেন ৷ একই সঙ্গে এই ইস্যুতে নীরব থাকায় সমালোচনা করেছেন ভারতীয় ধর্মনিরপেক্ষ সম্প্রদায়েরও ৷
প্রসঙ্গত, গত বুধবার থেকে উত্তপ্ত বাংলাদেশ ৷ প্রথমে সেখানকার কুমিল্লায় দুর্গা প্রতিমা ভাঙা হয় ৷ তার পর কুমিল্লা-সহ বহু জায়গায় পুজো মণ্ডপ ভাঙচুর হয়েছে ৷ ভাঙা হয়েছে মন্দির ৷ আক্রান্ত হয়েছেন সেদেশের সংখ্যালঘু হিন্দুরা ৷ হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ আহত বহু ৷
আরও পড়ুন :Narendra Modi : বাংলাদেশের হিংসা নিয়ে কেন মোদি নীরব, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল
শনিবার সেই নিয়েই দু’টি টুইট করেছেন বাংলাদেশের ভূমিকন্যা তসলিমা ৷ প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের নতুন নাম জিহাদিস্তান ৷ হিন্দুদের পুজো প্যান্ডেল, মূর্তি, মন্দির, বাড়ি, দোকান ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে জিহাদিরা ৷’’
এই ঘটনায় তিনি তোপ দেগেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh Prime Minister Sheikh Hasina) বিরুদ্ধেও ৷ তাঁর অভিযোগ, ওই দেশের সংবাদমাধ্যমকে এই খবর না প্রকাশিত করার নির্দেশ দিয়েছেন হাসিনা ৷ তাই হাসিনার উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘‘উনি (হাসিনা) জিহাদিদের মা এবং জিহাদিস্তানের রানি ৷’’