গয়া, 29 এপ্রিল:তিন সন্তানকে নিয়ে আত্মহত্যা করলেন মা। মর্মান্তিক ঘটনার সাক্ষী গয়া। পুলিশের প্রাথমিক অনুমান সংসারে অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই মহিলা। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এর নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।গয়ার মগরা থানা এলাকার দুমারিয়া ব্লকের একটি গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন সনাতন মাঝি। তাঁরই পুত্রবধূ মালতী দেবী তিন সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে ।
ঠিক কেন তিন এমন পদক্ষেপ করলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন ইমামগঞ্জের ডিএসপি মনোজ রাম। তাঁর সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, পরিবারের সদস্যদের থেকে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। তবে গ্রামবাসীদের অনেকেই মনে করছেন পারিবারিক কলহের জেরেই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই মহিলা। বিভিন্ন দিক থেকে এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।