নয়াদিল্লি, 11 মে: ভারতীয় যুদ্ধজাহাজে করে দেশে এল কোভিড মোকাবিলার মেডিক্যাল সরঞ্জাম ৷ নৌসেনার অপারেশন সমুদ্র সেতু - টু অভিযানে তিনটি যুদ্ধজাহাজে করে বিদেশ থেকে এল অক্সিজেন ভর্তি কন্টেইনার, সিলিন্ডার ও অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত সরঞ্জাম ৷
কাতারের দোহায় হামাদ বন্দর থেকে আসা স্টিলদ ফ্রিগেট আইএনএস ত্রিকান্দ ক্রায়োজেনিক কন্টেইনারে করে 40 মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন নিয়ে মুম্বইয়ে পৌঁছেছে ৷ বায়ুসেনার মুখপাত্র কম্যান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন, "ভারতের কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে, তারই একটি কনসাইনমেন্ট কাতারের মাধ্যমে পাঠানো হয়েছে ৷" আগামী দু মাসের মধ্যে ভারতে 600 মেট্রিক টনেরও বেশি অক্সিজেন পাঠানোর কথা ফ্রান্সের ৷