পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে এল অক্সিজেন-মেডিক্যাল সরঞ্জাম বোঝাই 3 যুদ্ধজাহাজ - coronavirus

দেশজুড়ে প্রবল করোনার সংকট ৷ এই অবস্থায় বিদেশ থেকে পাঠানো বহু সাহায্য দেশে নিয়ে এল ভারতীয় নৌসেনার 3টি যুদ্ধজাহাজ ৷ এসেছে অক্সিজেন ভর্তি কন্টেইনার, সিলিন্ডার ও অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত সরঞ্জাম ৷

With oxygen and medical supplies, three warships reach India
দেশে এল অক্সিজেন-মেডিক্যাল সরঞ্জাম বোঝাই 3 যুদ্ধজাহাজ

By

Published : May 11, 2021, 9:36 AM IST

নয়াদিল্লি, 11 মে: ভারতীয় যুদ্ধজাহাজে করে দেশে এল কোভিড মোকাবিলার মেডিক্যাল সরঞ্জাম ৷ নৌসেনার অপারেশন সমুদ্র সেতু - টু অভিযানে তিনটি যুদ্ধজাহাজে করে বিদেশ থেকে এল অক্সিজেন ভর্তি কন্টেইনার, সিলিন্ডার ও অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত সরঞ্জাম ৷

কাতারের দোহায় হামাদ বন্দর থেকে আসা স্টিলদ ফ্রিগেট আইএনএস ত্রিকান্দ ক্রায়োজেনিক কন্টেইনারে করে 40 মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন নিয়ে মুম্বইয়ে পৌঁছেছে ৷ বায়ুসেনার মুখপাত্র কম্যান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন, "ভারতের কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে, তারই একটি কনসাইনমেন্ট কাতারের মাধ্যমে পাঠানো হয়েছে ৷" আগামী দু মাসের মধ্যে ভারতে 600 মেট্রিক টনেরও বেশি অক্সিজেন পাঠানোর কথা ফ্রান্সের ৷

আরও পড়ুন: ভারতের কোভিড ত্রাণে 150 কোটি টাকা দান টুইটারের

অপরদিকে, কাতার ও কুয়েত থেকে পাঠানো দুটি 27 মেট্রিক টনের লিকুইড অক্সিজেনের কন্টেইনার, 400টি সিলিন্ডার ও কিছু অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছেছে আইএনএস কলকাতা ৷ আরও এক যুদ্ধজাহাজ আইএনএস ঐরাবত সিঙ্গাপুর থেকে 20 মেট্রিক টন ক্রায়োজেনিক ট্যাঙ্ক, 3898টি সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর, 10 হাজার রাপিড অ্যান্টিজেন কিট ও 450 পিপিই স্যুট নিয়ে ভাইজাগ পৌঁছেছে ৷

ABOUT THE AUTHOR

...view details