পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Release of Navjot Sidhu: আগামী 1 এপ্রিল কি মুক্তি পাবেন সাজাপ্রাপ্ত নভজ্যোত  সিং সিধু ? - সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট গত বছরের 19 মে এক বছরের কারাদণ্ড দিয়েছিল নভজ্য়োত সিং সিধুকে (Navjot Sidhu locked up in Patiala Jail) ৷ কিন্তু আগামী 1 এপ্রিলই নাকি তিনি জেল থেকে মুক্তি পেতে পারেন ! কেন ?

Release of Navjot Sidhu
Release of Navjot Sidhu

By

Published : Mar 18, 2023, 1:53 PM IST

Updated : Mar 18, 2023, 4:20 PM IST

চণ্ডীগড় (পঞ্জাব), 18 মার্চ: কংগ্রেস (Congress) নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu) মুক্তি নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে ৷ আগামী 1 এপ্রিল তাঁকে মুক্তি দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে পঞ্জাবে (Punjab) ৷ এর আগে শোনা গিয়েছিল যে তাঁকে 16 জানুয়ারি মুক্তি দেওয়া হবে ৷ কিন্তু সেই জল্পনা সত্যি হয়নি ৷ ফলে এবার কি তিনি মুক্তি পাবেন ? নাকি এপ্রিল ফুল ডে-তে তাঁকে বোকা হত হবে ! আপাতত এই প্রশ্নই ঘুরছে পঞ্জাবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 1988 সালে পঞ্জাবের পাতিয়ালায় পার্কিংয়ের জায়গা নিয়ে এক ব্যক্তির সঙ্গে সিধুর ঝামেলা হয় (Road rage case against Navjot Sidhu) ৷ সেই সময় ওই ব্যক্তিকে মারধর করেন ৷ পরে আহত ব্যক্তির মৃত্যু হয় ৷ ফলে সিধুর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় ৷ 2006 সালে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ৷

2006 সালের ওই রায় দিয়েছিল হাইকোর্ট ৷ ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন সিধু ৷ কিন্তু সেখানেও তাঁকে দোষী সাব্যস্ত করা হয় ৷ আদালতের সিধুর তরফে অসুস্থতার কথা জানিয়ে আত্মসমর্পণের জন্য কয়েক সপ্তাহ সময় চাওয়া হয় ৷ কিন্তু শীর্ষ আদালত সেই কিউরিয়েটিভ পিটিশনও খারিজ করে দেয় ৷ পরে আত্মসমর্পণ করেন সিধু ৷

2022 সালের 19 মে সুপ্রিম কোর্ট এই মামলায় সিধুকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল ৷ সেই হিসেবে আগামী 18 মে তাঁর মুক্তি পাওয়ার কথা ৷ তাহলে কীভাবে তিনি আগামী 1 এপ্রিল মুক্তি পেতে পারেন ? উঠছে সেই প্রশ্ন৷ জানা গিয়েছে যে কারাগারের নিয়ম অনুযায়ী, শাস্তি পাওয়া বন্দিরা মাসে চারটি করে ছুটি পান । জেলে যাওয়ার পর নাকি একদিনও ছুটি নেননি নভজ্যোত সিং সিধু । সেই কারণেই নাকি তিনি আগামী মাসের প্রথমদিনই মুক্তি পেতে পারেন ৷

এর আগে গত 26 জানুয়ারি তাঁকে মুক্তি দেওয়া হবে বলে জল্পনা ছড়িয়ে ছিল ৷ কিন্তু তা সত্যি হয়নি । কারণ, সেই সময় সিধুকে মুক্তি দেওয়ার প্রস্তাব রাজ্য সরকারের অনুমোদন পায়নি । সেই কারণে তাঁর মুক্তি সম্ভব হয়নি বলে জানা গিয়েছিল ৷ কিন্তু সেই সময় কেন সিধুকে মুক্তি দেওয়ার কথা উঠেছিল ? জানা গিয়েছে, স্বাধীনতার 75তম বর্ষে কিছু বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় ৷ সেই তালিকায় সিধুর নাম ছিল ৷ কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

আরও পড়ুন:পাতিয়ালা সংশোধনাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন না সিধু, জানালেন তাঁর স্ত্রী

Last Updated : Mar 18, 2023, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details