হায়দরাবাদ, 20 জুন: পাঁচদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে মঙ্গলবার ওই দেশে পৌঁছেছেন তিনি ৷ অথচ সেই দিনই মার্কিন মুলুক ছেড়ে ভারতে ফিরছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ এই বিষয়টি সামনে আসতেই কংগ্রেসের এই নেতাকে টুইটারে খোঁচা দিয়েছেন বিজেপির অমিত মালব্য ৷ প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধি এত ঘন ঘন বিদেশ সফর কেন করেন ?
টুইটারে তিনি লিখেছেন, ‘‘কেন রাহুল গান্ধি বিদেশে এত বেশি সময় কাটান ? বিশেষ করে তার সফরের একটি বড় অংশ কেন রহস্যে ঢাকা থাকে ?’’ একই সঙ্গে গেরুয়া শিবিরের এই নেতা অভিযোগ করেছেন, "বিদেশি সংস্থা ও ভারতের স্বার্থের বিরোধী গোষ্ঠীর সঙ্গে তাঁর গোপন বৈঠকের বেশ কয়েকটি প্রতিবেদন সামনে এসেছে ৷ যা তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে আরও প্রশ্ন তুলেছে ৷’’