পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: রাহুলের বিদেশ সফর রহস্যে ঘেরা বলে অভিযোগ অমিত মালব্যর - ফার্স্ট লেডি জিল বাইডেন

যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেছেন, তাঁর প্রতিপক্ষ ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি সেদিনই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরতে চলেছেন । মঙ্গলবার মার্কিন সফর শুরু হল মোদির ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Jun 20, 2023, 8:20 PM IST

Updated : Jun 20, 2023, 8:28 PM IST

হায়দরাবাদ, 20 জুন: পাঁচদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে মঙ্গলবার ওই দেশে পৌঁছেছেন তিনি ৷ অথচ সেই দিনই মার্কিন মুলুক ছেড়ে ভারতে ফিরছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ এই বিষয়টি সামনে আসতেই কংগ্রেসের এই নেতাকে টুইটারে খোঁচা দিয়েছেন বিজেপির অমিত মালব্য ৷ প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধি এত ঘন ঘন বিদেশ সফর কেন করেন ?

টুইটারে তিনি লিখেছেন, ‘‘কেন রাহুল গান্ধি বিদেশে এত বেশি সময় কাটান ? বিশেষ করে তার সফরের একটি বড় অংশ কেন রহস্যে ঢাকা থাকে ?’’ একই সঙ্গে গেরুয়া শিবিরের এই নেতা অভিযোগ করেছেন, "বিদেশি সংস্থা ও ভারতের স্বার্থের বিরোধী গোষ্ঠীর সঙ্গে তাঁর গোপন বৈঠকের বেশ কয়েকটি প্রতিবেদন সামনে এসেছে ৷ যা তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে আরও প্রশ্ন তুলেছে ৷’’

রাহুল গান্ধি গত মাসের শেষের দিকে ছ’দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যান ৷ সেখানে তিনি ভারতীয় প্রবাসী, পুঁজিপতি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও ছাত্রদের সঙ্গে নানা অনুষ্ঠানে যোগ দেন ৷ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন । সেখানে তাঁর মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে ৷ বিজেপি রাহুলের বিরুদ্ধে বিদেশে ভারতের দুর্নাম করার অভিযোগ করেছে ৷

এদিকে প্রধানমন্ত্রী যখন বিদেশে, সেই সময় বিহারের পটনায় মোদি বিরোধী রাজনৈতিক নেতারা বৈঠকে বসতে চলেছেন ৷ সেই বৈঠকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো হবে বলেই রাজনৈতিক মহলের মত ৷ সেখানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধি ৷ তাই সেখানে তিনি কী বলেন, সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন:‘ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে,’ প্রথম ‘স্টেট ভিজিটে’ যাওয়ার আগে বার্তা মোদির

Last Updated : Jun 20, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details