পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Janmashtami 2023: বুধ নাকি বৃহস্পতি? জেনে নিন কৃষ্ণের জন্মভূমিতে জন্মাষ্টমী পুজোর শুভ তিথি - janmashtami

এবারের জন্মাষ্টমী নিয়ে ভক্তদের মনে এক দ্বিধা তৈরি হয়েছে ৷ আগামিকাল, বুধবার না বৃহস্পতিবার কবে জন্মাষ্টমী পালন করবেন তা নিয়ে অনেকেই ভাবছেন ৷ পুজোর প্রস্তুতি প্রায়ই শেষের দিকে। শ্রী কৃষ্ণের জন্মভূমি মথুরায় জন্মাষ্টমী উৎসব কবে পালিত হবে? তা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে পড়তে হবে প্রতিবেদনটি ৷

Janmashtami 2023
কবে পালন হবে জন্মাষ্টমী

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 10:16 PM IST

Updated : Sep 6, 2023, 10:03 AM IST

বারাণসী, 5 সেপ্টেম্বর: জন্মাষ্টমী 2023 কবে পালন হবে? 6 না 7 সেপ্টেম্বর? প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালন হয় ৷ আর এই পুজোর প্রস্তুতিও শেষের দিকে । হিন্দু শাস্ত্রীয় মতে, রাত 12টা নাগাদ বিধি-আচার মেনে কৃষ্ণের পুজোর আয়োজন করা হয়। তবে মথুরা অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মস্থানে জন্মাষ্টমী উৎসব কবে পালন হচ্ছে তা নিয়ে,বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক বিনয় কুমার পাণ্ডে ইটিভি ভারতের সঙ্গে কথা বলেন।

হিন্দুধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। এ দিনেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। পুরাণ মতে, কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলেই মনে করা হয়। জন্মাষ্টমীর দিন তাই বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে কৃষ্ণ জন্মতিথি ও পুজোর বিশেষ আয়োজন করা হয়। সাধারণত বৈষ্ণবদের কাছে এই উত্‍সবের বিশেষ গুরুত্ব রয়েছে। এবারের পঞ্জিকা অনুসারে 6 ও 7 সেপ্টেম্বর পড়েছে জন্মাষ্টমী তিথি ৷

বিনয় কুমার পাণ্ডে জানিয়েছেন, এবার ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 6 সেপ্টেম্বর বিকাল 3টে 27 মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে 7 সেপ্টেম্বর বিকেল 4টে 14 মিনিটে ৷ তাই 6 সেপ্টেম্বর মধ্যরাতে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের বিরল কাকতালীয় ঘটনা রয়েছে। এটি জন্মাষ্টমীর জন্য উপযুক্ত। তাই 6 সেপ্টেম্বর মধ্যরাত 12টার পর জন্মাষ্টমীর পুজো করা হলে বিশেষ ফল পাওয়া যেতে পারে ৷ এই দু'য়ের বিরল যোগকে সমস্ত পাপের বিনাশকারী যোগ বলে মনে করা হয়।

  • শুভ সময়

ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 6 সেপ্টেম্বর, দুপুর 3টে 27মিনিট থেকে ৷ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শেষ হবে 7 সেপ্টেম্বর বিকাল 4 টে 44 মিনিটে ৷ আর রোহিণী নক্ষত্র 6 সেপ্টেম্বর সকাল 9টা 20 মিনিট থেকে থাকবে 7 সেপ্টেম্বর সকাল 10টা 25 মিনিট পর্যন্ত ৷ এই দুইয়ের যোগে এবার মহাসমারোহে পালিত হবে জন্মাষ্টমী উৎসব ৷

  • জন্মষ্টমীর গুরুত্ব

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন উপোস করলে সকল মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস। এদিন নিয়ম মেনে যশোদা নন্দনের পুজো করলে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। অন্যদিকে, যে দম্পতিরা সন্তান নিতে চান বা সন্তান সুখ থেকে বঞ্চিত, তাঁরাও জন্মাষ্টমীর দিন গোপালের পুজো করতে পারেন। এছাড়া মাখন, দই, দুধ, ক্ষীর, চিনি, দধি, মিষ্টি নিবেদন করতে পারেন। এই ভোগ গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের খুব প্রিয়।

আরও পড়ুন:জন্মাষ্টমী উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে মথুরা, দেখুন ভিডিয়ো

Last Updated : Sep 6, 2023, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details