মুম্বই, 16 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর সকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে হাজির হন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত ৷ যা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক জল্পনা শুরু হয় ৷ যদিও এই বৈঠকের মধ্যে কোনও রাজনীতি ছিল না বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের এই কিংবদন্তী ৷
মিঠুন চক্রবর্তীর দাবি, মোহন ভাগবতের সঙ্গে তাঁর একটা আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে ৷ আর এই আধ্যাত্মিক সম্পর্ক বেশ গভীর ৷ তিনি (মোহন ভাগবত) যখন মুম্বই আসবেন, তখন তাঁর (মিঠুন) বাড়িতে আসবেন এমন কথা আগেই হয়েছিল ৷ সেই মতোই এদিন সকালে তাঁর মাড আইল্যান্ডের বাড়িতে হাজির হন আরএসএস এর স্বরসংঘচালক ৷
অভিনেতার কথায়, পরিবারিক আলোচনা হয়েছে ৷ পরিবারের সদস্যদের নিয়ে নাগপুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন আরএসএস প্রধান ৷ কিন্তু রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ উল্লেখ্য, 2019 সালে নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে গিয়েছিলেন মিঠুন ৷ তখন থেকেই দুই পক্ষের যোগযোগ তৈরি হওয়ার জল্পনা শুরু হয় ৷
আরও পড়ুন :মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবত
তার উপর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ আর মিঠুনও এক সময় সক্রিয় রাজনীতিতে থাকলেও এখন সবকিছু থেকে দূরে ৷ বলা যায় যে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক আর আগের মতো নেই ৷ তাই তাঁকে কি এবার বিধানসভা নির্বাচনে প্রচারে অংশীদার করতে চায় বিজেপি ! মোহন ভাগবতের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনার আগুনে আরও একটু ঘি পড়ল ৷