পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নন্দীগ্রামে শুভেন্দু, ডেবরায় ভারতী... বিজেপির আর কারা প্রার্থী ? - Bharati Ghosh in Debra

প্রথম দুই দফা মিলিয়ে মোট 57 টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করল গেরুয়া শিবির । পাহাড়ের সবক'টি আসনেই প্রার্থী দিচ্ছে গেরুয়া শিবির ।

BJP Candidate List
ফাইল ছবি

By

Published : Mar 6, 2021, 8:02 PM IST

নয়াদিল্লি ও কলকাতা, 6 মার্চ : কথা ছিল মোদির ব্রিগেডের পরেই প্রার্থীতালিকা ঘোষণা করবে বিজেপি । কিন্তু শেষ পর্যন্ত আর এতটা দেরি করতে চাইল না বিজেপির শীর্ষ নেতৃত্ব । প্রথম দুই দফার প্রার্থীতালিকা আজই প্রকাশ করে দিল বিজেপি । নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে আজ প্রথম দুই দফা মিলিয়ে মোট 57 টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করল গেরুয়া শিবির । তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে জোটসঙ্গীদের জন্য ।

এবারের ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে পাহাড়ের আসনগুলি । উনিশের লোকসভা ভোটে পাহাড়ে বিজেপি সফল হওয়ার পিছনে বিশেষ ভূমিকা ছিল বিমল গুরুং এবং তাঁর অনুগামীদের । কিন্তু এবার নির্বাচনে মমতাকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন গুরুং । তবে এতে টলছে না বঙ্গ বিজেপি ব্রিগেড । পাহাড়ের সবক'টি আসনেই প্রার্থী দিচ্ছে গেরুয়া শিবির ।

এবারের ভোটে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র বলতে গেলে নন্দীগ্রাম । ভবানীপুর ছেড়ে মমতা স্বয়ং লড়ছেন নন্দীগ্রাম থেকে । যে জল্পনা এতদিন ধরে চলছিল, এবার সেটাই সত্যি হল । মমতার বিপরীতে নন্দীগ্রামে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন : নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা ও শুভেন্দু

একনজরে দেখে নেওয়া যাক বিজেপির আর কোন কোন কেন্দ্রে কে কে প্রার্থী হচ্ছেন ?

  • জয়পুর থেকে লড়বেন নরহরি মাহাত ।
  • মহিষাদল থেকে লড়বেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ।
  • হলদিয়ায় লড়বেন তাপসী মণ্ডল ।
  • ময়না থেকে লড়বেন অশোক দিন্দা ।
  • কাঁথি উত্তর থেকে লড়বেন সুনিতা সিংহ ।
  • ডেবরা থেকে লড়বেন ভারতী ঘোষ ।
  • পুরুলিয়া থেকে লড়বেন সুদীপ মুখোপাধ্যায় ।
  • বিষ্ণুপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তন্ময় ঘোষ ।
  • সোনামুখী থেকে লড়বেন দিবাকর ঘরামি ।
  • রানিবাঁধ থেকে লড়বেন ক্ষুদিরাম টুডু ।
  • দাসপুর থেকে লড়বেন প্রসন্ন বেরা ।
  • ইন্দাস থেকে লড়বেন নির্মল ধারা ।
  • দাঁতন থেকে লড়বেন শক্তিপদ নায়েক ।
  • পটাশপুর থেকে লড়ছেন অম্বুজ মহান্তি ।
  • পুরুলিয়া থেকে লড়ছেন সুদীপ মুখোপাধ্যায় ।
  • বিনপুর থেকে পালন সোরেন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
  • সবং থেকে লড়বেন অমূল্য মাইতি ।
  • ভগবানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রবীন্দ্রনাথ মাইতি ।
  • কাঁথি দক্ষিণ থেকে লড়বেন অরূপ কুমার দাস ।
  • খেজুরি থেকে লড়বেন শান্তনু প্রামাণিক ।
  • রামনগরে বিজেপির প্রার্থী স্বদেশরঞ্জন নায়েক ।
  • নয়াগ্রাম থেকে বিজেপির প্রার্থী বকুল মুর্মু ।
  • বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক ঝাড়গ্রাম থেকে লড়বেন সুখময় সৎপতি ।
  • গোপিবল্লভপুর থেকে লড়বেন সঞ্জিত মাহাত ।
  • এগরা থেকে লড়বেন অরূপ দাস ।
  • কোশিয়ারি থেকে বিজেপির প্রার্থী সোনালি মুর্মু ।
  • খড়্গপুর থেকে লড়বেন তপন ভূঁইয়া ।
  • গড়বেতা থেকে লড়বেন মদন রুইদাস ।
  • শালবনি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজীব কুণ্ডু ।
  • মেদিনীপুর থেকে লড়বেন শমীত দাস ।
  • বিনপুর থেকে লড়বেন পালন সোরেন ।
  • বলরামপুর থেকে লড়বেন বনেশ্বর মাহাত ।
  • মানবাজার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গৌরিসিংহ সর্দার ।
  • পারা থেকে লড়বেন নদিয়াচাঁদ বাউরি ।
  • সালতোরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দনা বাউরি ।
  • ছাতনা থেকে লড়ছেন সত্যনারায়ণ মুখোপাধ্যায় ।
  • রায়পুর থেকে লড়ছেন সুধাংশ হাঁসদা ।
  • গোসাবা থেকে প্রার্থী হচ্ছেন চিত্ত প্রামাণিক ।
  • পাথরপ্রতিমা থেকে বিজেপির প্রার্থী অসিত হালদার ।
  • কাকদ্বীপ থেকে লড়ছেন দীপঙ্কর জানা ।
  • সাগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকাশ কামিলা ।
  • তমলুকের বিজেপি প্রার্থী হচ্ছেন হরেকৃষ্ণ বেরা ।

ABOUT THE AUTHOR

...view details