পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mumbai Dhobi Ghat : 'কোভিড যোদ্ধা' সম্মান চান মুম্বইয়ের ধোবি ঘাটের ধোপারাও - Coronavirus

করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রথম সারিতে আছেন যাঁরা তাঁদের 'কোভিড যোদ্ধা' (Covid 19 Warriors) সম্মান দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সরকারি ভাবে কোভিড যোদ্ধাদের তালিকাও তৈরি করা হয়েছে ৷ চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী, ডাক কর্মীদেরও কোভিড যোদ্ধা বলে ধরা হচ্ছে ৷ এবার সেই সম্মান চান মুম্বইয়ের ধোবি ঘাটের ধোপারাও ৷ তাঁদের কথা শুনলেন বীথি দাস ৷

'কোভিড যোদ্ধা' সম্মান চান মুম্বইয়ের ধোবি ঘাটের ধোপারাও
'কোভিড যোদ্ধা' সম্মান চান মুম্বইয়ের ধোবি ঘাটের ধোপারাও

By

Published : Jun 22, 2021, 7:36 PM IST

Updated : Jun 22, 2021, 8:11 PM IST

মুম্বই, 22 জুন : 'কোভিড যোদ্ধা' (Covid 19 Warriors) সম্মান চান ধোপারাও ৷ ধোবি কল্যাণ চ্যারিটেবল ট্রাস্ট্রের (Dhobi Kalyan Charitable Trust) চেয়ারম্যান সন্তোষ কানোজিয়ার যুক্তি, হাসপাতালের কর্মীদের মতো তাঁরাও তো করোনা রোগীদের জামা-কাপড় ধুচ্ছেন ৷ তবে তাঁরা কেন কোভিড যোদ্ধা নন ? তাঁরাও চান 'কোভিড যোদ্ধা' হতে ৷

করোনার প্রথম ধাক্কার পর এসেছে দ্বিতীয় ঢেউ ৷ ভয়াবহ সংক্রমণের মুখে পড়তে হয়েছে মায়ানগরীকে ৷ এবার আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ ৷ বলা হচ্ছে, 'ডেল্টা প্লাস' প্রজাতি (Delta Plus variant) হয়তো আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখে দাঁড় করাতে পারে ৷ গত সপ্তাহেই মহারাষ্ট্র সরকারের টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, মাস দুয়েকের মধ্যেই রাজ্যকে মুখোমুখি হতে হবে করোনার তৃতীয় ঢেউয়ের ৷ পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ ছকতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) এর মধ্যেই একটি রিভিউ বৈঠকও সেরেছেন ৷

এখন এই করোনা পরিস্থিতির মধ্যেও পরিষেবা জারি রেখেছেন ধোপারা ৷ বাড়ি বাড়ি গিয়ে নোংরা জামা-কাপড় সংগ্রহ করে তা পরিষ্কার করাই তাঁদের পেশা ৷ রুজির টানে করোনার মধ্যেও তা চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ যে সব ক্ষেত্রে জানা যাচ্ছে যে তাঁরা করোনা রোগীর কাপড় কাচছেন, সেক্ষেত্রে উপরি সতর্কতা অবলম্বন করা হচ্ছে ৷ কিন্তু সমস্যা হল, সব ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না ৷ কারণ অনেক ক্ষেত্রেই রোগী নিজেও জানেন না যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মূলত উপসর্গহীন করোনা আক্রান্তদের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যাচ্ছে ৷

ধোবি কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের তরফে আয়োজিত খাদ্যসামগ্রী বিলি কর্মসূচিতে বিএমসির মেয়র ৷

সরকারি হিসাব অনুযায়ী মহারাষ্ট্র সরকার এখনও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের 65 লক্ষ 71 হাজার 693 জন ব্যক্তিকে 'কোভিড যোদ্ধা' সম্মান দিয়েছে ৷ চিকিৎসক, নার্স, হাসপাতাল পরিষেবার সঙ্গে যুক্তদের পাশাপাশি সেই তালিকায় রয়েছেন পঞ্চায়েত সেক্রেটারি, অঙ্গনওয়াড়ি কর্মী, হোমগার্ড, পোস্টম্যান এবং গ্রামীণ ডাক সেবক, দমকল কর্মীরাও ৷ এই প্রসঙ্গেই ধোবি কল্যাণ চ্যারিটেবল ট্রাস্ট্রের চেয়ারম্যান সন্তোষ কানোজিয়া বলেন, "আমাদের ধোপারা সবার কাপড়ই ধোবেন ৷ তাঁরা এ-নিয়ে কোনও বাছ-বিচার করেন না ৷ মুম্বইয়ে যেভাবে করোনার সংক্রমণ হয়েছে তাতে ধোপাদের পক্ষে জানা সম্ভব নয়, কে করোনায় আক্রান্ত আর কে নন ৷ তাঁরা সবার কাপড়ই পরিষ্কার করবেন ৷ তাই আমার মনে হয়, চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মীদের মতোই আমরাও করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা ৷ ধোপাদেরও কোভিড যোদ্ধা সম্মান দেওয়া উচিত ৷"

আরও পড়ুন : Covid-19 Variant : 'ডেল্টা প্লাস' তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে, উদ্বিগ্ন মহারাষ্ট্র

মহারাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ সেই প্রসঙ্গে সন্তোষ জানান, আবার লকডাউনে আটকে না গেলে ধোবিঘাটের ধোপারা তৃতীয় ঢেউয়ের মধ্যেও কাজ চালিয়ে যাবেন ৷ শোনা যাচ্ছে, এই তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে চলেছে ৷ তাই তার মধ্যেও নিত্য কাজ চালিয়ে যাওয়া ধোপাদেরও কোভিড যোদ্ধা হিসাবে গণ্য করা উচিত ৷ তাঁদের ট্রাস্টের তরফে যতটা সম্ভব ধোপাদের পাশে থাকার চেষ্টা করা হয় ৷ এই করোনা পরিস্থিতির মধ্যে তাঁরা ধোপাদের মধ্যে খাবার, ওষুধপত্র-সহ প্রয়োজনীয় সামগ্রী বিলি করেছেন ৷ এখন চাইছেন সরকারিভাবেও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়ানো হোক ৷

ট্রাস্টের কর্মসূচিতে ধোপারা ৷

সন্তোষ জানান, এ নিয়ে তিনি মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকরের সঙ্গে কথা বলেছেন ৷ ধোপাদের এই দাবির কথা তিনি তাঁকে জানিয়েছেন ৷ তিনি বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন : Dhobi Ghat : করোনার উপর আবার প্রবল বর্ষণ, অচল মায়ানগরীতে ধুঁকছে ধোবি ঘাট

Last Updated : Jun 22, 2021, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details