ওয়ারাঙ্গল (তেলঙ্গনা), 17 ফেব্রুয়ারি : নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্য়স্ত হওয়ায় 10 বছরের কারাদণ্ড ও সাড়ে চার হাজার টাকা জরিমানা হল শিক্ষকের ৷ ওয়ারাঙ্গালের পকসো আদালত এই রায় দিয়েছে ৷ সেইসঙ্গে নিগৃহীতাকে 2 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্যও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত ৷
দোষী সাব্য়স্ত হওয়া ওই শিক্ষকের নাম শিবসানি সইমানি ৷ বাড়ি রামনগর হানমাকোণ্ডা শহরে ৷ মুলুগু জেলায় একটি বেসরকারি স্কুলে চাকরি করত সে ৷ এই স্কুলেরই ছাত্রী ওই নাবালিকা ৷ ইউনিট টেস্টে বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে করে শিবসানি ৷ এরপরই মেয়েটিকে ধর্ষণ করে সে ৷