লন্ডন, 5 মার্চ:কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পর লন্ডনের একটি অনুষ্ঠান থেকে আবারও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধি। লন্ডনে এক সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ ভারতের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেন। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব এবং নারী নির্যাতনের মতো বিষয়ে সরব হন রাহুল। তাঁর মতে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির পর ভারতের পক্ষে তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হল নারী নির্যাতন। শুধু তাই নয় নারী নির্যাতন সংক্রান্ত সমস্যা লুকিয়ে রাখা হচ্ছে (Rahul thinks Violence against women is a hidden issue in country ) ।
অনুষ্ঠানের একটি অংশে রাহুল বলেন,"ভারত এবং বিশ্বের রাজনীতি নিয়ে আমায় কেমব্রিজে বলতে দেওয়া হয়েছিল। সেটা করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু ভারতে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখা একজন নেতা কেমব্রিজ বা হার্ভার্ড থেকে বলার জন্য ডাক পান কিন্তু নিজের দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে গিয়ে আলোচনায় অংশ নিতে পারেন না।"
গণতন্ত্রের পরিসর কমে আসার বিষয়টি ব্যাখ্যা করতে দেশের সংসদের পরিস্থিতিও তুলে ধরেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তিনি বলেন,"কেন্দ্রাীয় সরকার সংসদে বিরোধীদের কথা বলার সুযোগ দেয় না । তারা আসলে বিরোধী মতামত শুনতে চায় না। জিএসটি থেকে শুরু করে নোটবন্দি কিংবা চিনা আগ্রাসন নিয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়নি আমাদের।" এরপর তিনি জানান,ভারত এমন একটি দেশ যেখানে অতীতে একে অপরের মতামতকে শ্রদ্ধার নজরে দেখা হত । নিজেদের বৌদ্ধিতার প্রতি আমাদের গর্ব ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আর সেসব নেই ।