পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন্দ্র 150 টাকায় ভ্যাকসিন কিনে বিনামূল্যে দেবে রাজ্যগুলিকে : স্বাস্থ্য মন্ত্রক - করোনার ভ্যাকসিন

ভারতে তৈরি দু’টি ভ্যাকসিন 150 টাকায় কিনবে কেন্দ্র ৷ সেই ভ্যাকসিন রাজ্য সরকারকে বিনামূল্যে দেওয়া হবে ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে এ কথা জানিয়ে একটি টুইট করা হয়েছে ৷ তবে, রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলিকে সরাসরি ভ্যাকসিন কিনতে হলে 400 টাকা ও 600 টাকা খরচ করতে হবে ৷

vaccines procured by the central government would be provided free to states
কেন্দ্র 150 টাকায় ভ্যাকসিন কিনে বিনামূল্যে দেবে রাজ্যগুলিকে : স্বাস্থ্য মন্ত্রক

By

Published : Apr 24, 2021, 1:50 PM IST

নয়াদিল্লি, 24 এপ্রিল : করোনার ভ্যাকসিনের দামের বৈষম্য নিয়ে বিতর্কে অবশেষে নিজেদের অবস্থান জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ ভারতে তৈরি দু’টি করোনার ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার 150 টাকায় কিনে তা রাজ্য সরকারগুলিকে বিনামূল্য দেবে বলে জানানো হয়েছে ৷ এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি টুইট করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে কেন্দ্রের জন্য দু’টি ভ্যাকসিনের ক্রয়মূল্য 150 টাকাই থাকবে ৷ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু’টি ডোজ় বিনামূল্যে রাজ্য সরকারগুলিকে সরবরাহ করবে ৷

তবে, রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলির জন্য নির্ধারিত দাম নিয়ে কোনও মন্তব্য় স্বাস্থ্য মন্ত্রকের করা হয়নি ৷ প্রসঙ্গত, কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষেত্রে একই ভ্যাকসিনের ক্রয়মূল্যে বৈষম্য কেন হবে সে নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল ৷ যা নিয়ে রাজ্যগুলি প্রবল আপত্তি জানিয়েছিল ৷ বিশেষত যে রাজ্যে বিজেপির সরকার নেই সেই সব রাজ্যগুলি ৷ যেখানে রাজ্য সরকার সরাসরি সংস্থার থেকে 400 টাকায় ভ্যাকসিন কিনতে পারবে বলে জানানো হয় ৷ অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলিকে সেই একই ভ্যাকসিন 600 টাকায় কিনতে হবে বলে জানিয়েছিল সেরাম ইনস্টিটিউট ৷

আরও পড়ুন :রাজ্যগুলির জন্য কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতি ডোজ় 400 টাকা, কিনতে পারবে বেসরকারি হাসপাতালও

কেন্দ্র রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বললেও, আসল সমস্যা যা ছিল তা থেকেই যাচ্ছে ৷ রাজ্য সরকারগুলিকে সরাসরি ভ্যাকসিন নিতে হলে 400 টাকা দিয়েই কিনতে হবে ৷ আর তা না করতে পারলে কেন্দ্রের উপর ভরসা করে থাকতে হবে ৷ সেখানে কেন্দ্র যে হারে ভ্যাকসিন পাঠাবে, সেই মতো ভ্যাকসিনেশন হবে রাজ্যে ৷ আর বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও নিয়ম একই থাকছে ৷ আগামী 1 মে থেকে দেশে সব প্রাপ্ত বয়স্কদের ভ্যাকসিনেশন শুরু হবে ৷ ফলে সেই সময় ভ্যাকসিনের চাহিদা অনেক বেশি থাকবে ৷ ফলে সেই সময় পরিস্থিতি কী দাঁড়াবে তাও দেখার বিষয় ৷

ABOUT THE AUTHOR

...view details