নয়াদিল্লি, 24 এপ্রিল : করোনার ভ্যাকসিনের দামের বৈষম্য নিয়ে বিতর্কে অবশেষে নিজেদের অবস্থান জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ ভারতে তৈরি দু’টি করোনার ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার 150 টাকায় কিনে তা রাজ্য সরকারগুলিকে বিনামূল্য দেবে বলে জানানো হয়েছে ৷ এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি টুইট করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে কেন্দ্রের জন্য দু’টি ভ্যাকসিনের ক্রয়মূল্য 150 টাকাই থাকবে ৷ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু’টি ডোজ় বিনামূল্যে রাজ্য সরকারগুলিকে সরবরাহ করবে ৷
তবে, রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলির জন্য নির্ধারিত দাম নিয়ে কোনও মন্তব্য় স্বাস্থ্য মন্ত্রকের করা হয়নি ৷ প্রসঙ্গত, কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষেত্রে একই ভ্যাকসিনের ক্রয়মূল্যে বৈষম্য কেন হবে সে নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল ৷ যা নিয়ে রাজ্যগুলি প্রবল আপত্তি জানিয়েছিল ৷ বিশেষত যে রাজ্যে বিজেপির সরকার নেই সেই সব রাজ্যগুলি ৷ যেখানে রাজ্য সরকার সরাসরি সংস্থার থেকে 400 টাকায় ভ্যাকসিন কিনতে পারবে বলে জানানো হয় ৷ অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলিকে সেই একই ভ্যাকসিন 600 টাকায় কিনতে হবে বলে জানিয়েছিল সেরাম ইনস্টিটিউট ৷