পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরও 12 জনের দেহ উদ্ধার, উত্তরাখণ্ডে মৃত বেড়ে 50 - Bodies recovered from Tapovan

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ । এখনও 160 জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । সময় যত বাড়ছে, ধসে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা তত কমে আসছে ।

Uttarakhand Disaster
ছবি

By

Published : Feb 14, 2021, 3:55 PM IST

চামোলি, 14 ফেব্রুয়ারি : নন্দা দেবী হিমবাহ ধসের জেরে বিধ্বস্ত উত্তরাখণ্ডের একাংশ ৷ নাগাড়ে চলছে উদ্ধারকাজ ৷ আজ আরও 12 জনের দেহ উদ্ধার হয়েছে । এই নিয়ে উত্তরখণ্ডে এখনও পর্যন্ত 50 জনের দেহ উদ্ধার হয়েছে ।

এদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে রাইনি গ্রাম থেকে এবং অন্য পাঁচজনের দেহ তপোবন এলাকা থেকে উদ্ধার হয়েছে । উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, যে 204 জন নিখোঁজ ছিলেন, তাঁদের মধ্যে 44 জনকে খুঁজে পাওয়া গিয়েছে । তবে 160 জনের এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না ।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ । ধসে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে চামোলিতে নামানো হয়েছে সেনা । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী একজোটে কাজ করে চলেছে আটক পড়ে মানুষদের উদ্ধার করার জন্য । তবে সময় যত এগোচ্ছে, আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের আশা ততই কমে আসছে ।

আরও পড়ুন : নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তপোবন সুড়ঙ্গে উদ্ধার কাজ বন্ধ করা হল

মাঝে তপোবন টানেলে উদ্ধারের কাজ ব্যাহত হয়েছিল ৷ হিমবাহ ধসের কারণে উত্তরাখণ্ডের বেশ কিছু নদীতে রবিবারের ওই ঘটনার জেরে জলস্তর বাড়তে শুরু করেছিল ৷ বিপদের আশঙ্কা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল উদ্ধারকাজ । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার উদ্ধারকাজ চালু হয় ।

ABOUT THE AUTHOR

...view details