লখনউ (উত্তরপ্রদেশ), 19 জানুয়ারি: একজনের বদলে পরীক্ষা দেবেন অন্যজন ৷ পুরোটাই অর্থের চলবে অর্থের বিনিময়ে ৷ যিনি পরীক্ষা দেবেন, তিনি টাকা নেবেন ৷ আর যিনি টাকা দেবেন, তাঁর চাকরি হবে ৷ উত্তরপ্রদেশে এমন একটি চক্রের হদিশ মিলেছে ৷ ওই রাজ্যের এসটিএফ এই চক্রে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের মধ্য়ে অযোধ্যায় কর্মরত উত্তরপ্রদেশ পুলিশের এক কনস্টেবলও রয়েছে ৷
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, চলতি জানুয়ারিতে উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি পরীক্ষা হয় ৷ সেই পরীক্ষাতেই বেশ কয়েকজন নকল পরীক্ষার্থী হাজির হয়েছিলেন ৷ তাঁদেরই গ্রেফতার করা হয়৷ ধৃতরা বিহার, গোরক্ষপুর ও প্রয়াগরাজের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
উত্তরপ্রদেশ এসটিএফের এসএসপি বিশাল বিক্রম সিং জানান, গত 10 জানুয়ারি স্টাফ সিলেকশন কমিশন (SSC Exam) রাজ্যের 13টি জেলার মোট 61টি পরীক্ষা কেন্দ্রে জিডি কনস্টেবল পরীক্ষা-2022 পরিচালনা করে । সেই পরীক্ষায় বেশ কয়েকজন নকল পরীক্ষার্থী হাজির হবে বলে জানা যায় ৷ অচ্যূতানন্দ যাদব নামে এক পুলিশ কনস্টেবলও জড়িত রয়েছে বলে জানা যায় ৷ তবে এই চক্রের মাথায় সলমন ও অমিত নামে প্রয়াগরাজের দুই বাসিন্দা রয়েছে বলে জানতে পারে এসটিএফ ৷ এছাড়া গুড্ডু যাদব নামেও আরেকজন জড়িত ৷